৪ ম্যাচ পর জিতল লিভারপুল, ৩ ম্যাচ পর ম্যানইউর হোঁচট

২ নভেম্বর ২০২৫

৪ ম্যাচ পর জিতল লিভারপুল, ৩ ম্যাচ পর ম্যানইউর হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহর মাইলফলক স্পর্শের দিনে টানা চার ম্যাচ হারের পর স্বস্তির জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে টানা তিন জয়ের পর পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সহজ জয়ে শীর্ষস্থান মজবুত করেছে আর্সেনাল।

দশম রাউন্ডের ম্যাচে শনিবার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারায় লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের ছয়টিতে হেরেছিল আর্নে স্লটের দল। আর লিগে গত ২০ সেপ্টেম্বরের পর প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সালাহ। এরই সঙ্গে লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই মিশরীয় তারকা। তার ওপরে আছেন ইংল্যান্ডের রজার হান্ট (২৮৫) ও ওয়েলসের ইয়ান রাশ (৩৪৬)। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান গ্রাভেনবার্চ।

১০ ম্যাচে ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে লিভারপুল।

অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ৩৪তম মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রুবেন আমুরির দল। তবে বিরতির পর ৯০ সেকেন্ডের মধ্যে জোড়া গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।

৮১তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে ইউনাইটেডকে সমতায় ফেরান আমাদ দিয়ালো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এই মিডফিল্ডারের শট গোললাইনের একটু সামনে থেকে নটিংহ্যামের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো ফিরিয়ে দিলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের। ১০ ম্যাচে ৫ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার সপ্তম স্থানে আছে ইউনাইটেড।

বার্নলির মাঠে ২-০ গোলের জয় পায় আর্সেনাল। ১৪তম মিনিটে দলকে এগিয়ে দেন ভিক্তর ইয়োকেরেশ। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেকলান রাইস।

৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। দ্বিতীয় স্থানে থাকা বোর্নমাউথের চেয়ে বর্তমানে তারা এগিয়ে ৭ পয়েন্টে।

আরেক ম্যাচে টটনাম হটস্পারকে ১-০ গোলে হারায় চেলসি। ১৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে ক্লাব বিশ্বকাপ জয়ীরা। অন্যদিকে সমান পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে টটনাম।

মন্তব্য করুন: