এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
২ নভেম্বর ২০২৫
ভিনিসুস জুনিয়রের পেনাল্টি মিসের রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ভালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শাবি আলোনসোর দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথমার্ধেই এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। শেষ গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আলভারো কারেরাস।
স্বাগতিকদের দাপুটে ফুটবলের সামনে কোনো পাত্তাই পায়নি ভালেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। অন্যদিকে চার শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারে ভালেন্সিয়া।
১৯তম মিনিটে পেনাল্টে থেকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এই নিয়ে লিগে টানা আট ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। ৩১তম মিনিটে আর্দা গুলারের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা। লিগে ১১ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৩টি।
৪২তম মিনিটে কারেরাস ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার স্পট কিক নেন ভিনিসুস। কিন্তু ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
দুই মিনিট পর ফেদেরিকো ভালভের্দের পাস ধরে দারুণ এক গোল করেন বেলিংহ্যাম। চোট কাটিয়ে মাঠে ফেরার পর এই নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার।
৭৯তম মিনিটে একইসঙ্গে ভিনিসুস ও এমবাপ্পেকে তুলে নিয়ে রদ্রিগো ও এন্দ্রিককে নামান রিয়াল কোচ। চলতি মৌসুমে এবারই প্রথম মাঠে নামার সুযোগ পেলেন এন্দ্রিক। এর মিনিট তিনেকের ভেতর দলের চতুর্থ গোলটি করেন কারেরাস।
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল। দুই নম্বরে থাকা ভিয়ারিয়ালের চেয়ে তারা এগিয়ে আছে ৭ পয়েন্টে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ২২। রোববার রাতে ঘরের মাঠে হানসি ফ্লিকের দলের প্রতিপক্ষ এলচে।















মন্তব্য করুন: