মেসি-রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছেন হলান্দ: গুয়ার্দিওলা
৩ নভেম্বর ২০২৫
জোড়া গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে আরেকটি ম্যাচে জিতিয়েছেন আর্লিং হলান্দ। দুর্দান্ত গতিতে ছুটে চলা এই নরওয়েজিয়ান গোলমেশিন ইতোমধ্যে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছে গেছেন বলে মনে করছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারায় সিটি। প্রথমার্ধে দুই গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন হলান্দ। এতেই দারুণ এক রেকর্ড স্পর্শ করেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সিটির জার্সিতে তিন মৌসুমের মধ্যে প্রথম দুইবারের গোল্ডেন বুট জয়ী হলান্দ গত আসরে হয়েছিলেন তৃতীয়। এবার মৌসুমে সর্বোচ্চ গোলদাতার মুকুট পুনরুদ্ধারের জন্য যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন তিনি। ১০ ম্যাচে এরই মধ্যে ১৩ গোল করে ফেলেছেন এই ফরোয়ার্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে গোল করেছেন চার জন।
ম্যাচ শেষে হলান্দের পারফরম্যান্সের প্রশংসা করে গুয়ার্দিওলা বলেন, “অবশ্যই আমরা দারুণ পারফর্ম করেছি, আর্লিং ব্যবধান গড়ে দিয়েছে। বিষয়টা কিছুটা মেসি ও ক্রিশ্চিয়ানোর সঙ্গে খেলার মতো। প্রভাব অনেক।”
হলান্দ মেসি-রোনালদোদের পর্যায়ে পৌঁছেছে কি না – এমন প্রশ্ন করা হলে সিটি কোচ বলেন, “সে কি তাদের পর্যায়ে পৌঁছেছে? ছেলেটার সংখ্যাগুলো দেখেছেন? ওহ ঈশ্বর, হ্যাঁ, অবশ্যই সে সংখ্যার বিচারে ক্রিশ্চিয়ানো ও মেসির মানে পৌঁছে গেছে।”
“ক্রিশ্চিয়ানো ও মেসির সঙ্গে পার্থক্য হলো, তারা ১৫ বছর ধরে তাদের কাজটা করে যাচ্ছে। মেসি এখনও মেজর লিগ সকারে, প্রতিদিন (ম্যাচে) সে দুই বা তিনটি গোল করছে। সৌদি আরবে ক্রিশ্চিয়ানো তাই করছে। তবে সে (হলান্দ) সেই পর্যায়ে পৌঁছে গেছে।”
প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে একশ গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন হলান্দ। ১০৭ ম্যাচে তিনি করেছেন ৯৮ গোল। সবচেয়ে কম ম্যাচে একশ গোলের মাইলফলক স্পর্শ করতে অ্যালান শিয়েরার ১২৪ ম্যাচ খেলেছিলেন।
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে আছে ৬ পয়েন্টে। আগামী রোববার ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল।















মন্তব্য করুন: