শৈশবের ক্লাব লিভারপুলের বিপক্ষে খেলার অপেক্ষায় রিয়ালের অ্যালেকজান্ডার-আর্নল্ড
৪ নভেম্বর ২০২৫
মৌসুমের শুরুতে লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর চোটের কারণে বেশি দিন খেলতে পারেননি পারেননি ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। তবে শৈশবের ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে এই ইংলিশ ডিফেন্ডারের খেলার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন রিয়াল কোচ শাবি আলোনসো।
মঙ্গলবার অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।
ক্লাব বিশ্বকাপের আগে রিয়ালে যোগ দেওয়া অ্যালেকজান্ডার-আর্নল্ড গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে আছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত লা লিগায় চারটি ও চ্যাম্পিয়নস লিগে একটি ম্যাচ খেলেছেন।
লিভারপুলের বিপক্ষে তার মাঠে নামার প্রসঙ্গে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “সে ভালো আছে। ভালেন্সিয়ার বিপক্ষে সে খেলেনি ম্যাচের প্রেক্ষাপটে, কিন্তু এখন সে প্রস্তুত। আগামীকাল সে খেলতে পারে… আমাদের তাকে দরকার। ট্রেন্ট দারুণ মানের একজন খেলোয়াড়। এটা তার জন্য নতুন অধ্যায়, আমাদেরও সাহায্য করতে হবে যাতে সে নিজের পারফরম্যান্সটা দেখাতে পারে। সে অসাধারণ প্রতিভাবান।”
৬ বছর বয়সে লিভারপুল একাডেমিতে ফুটবলে হাতেখড়ি হয়েছিল অ্যালেকজান্ডার-আর্নল্ডের। ক্লাবের হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি প্রিমিয়ার লিগ জয়ের পর গত মৌসুম শেষে একপ্রকার কোনো ট্রান্সফার ফি ছাড়াই রিয়ালে পাড়ি জমান তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলারের এভাবে ক্লাব ছাড়ার বিষয়টি সহজভাবে নিতে পারেননি লিভারপুল সমর্থকরা। ফলে অ্যানফিল্ডে তার ফেরাটা সুখকর নাও হতে পারে।
এ বিষয়ে আলোনসো বলেন, “আমরা এ নিয়ে কোনো কথা বলিনি। তার নিজের অনুভূতি নিজেকেই অনুভব করতে হবে, নিজের মতো উপভোগ করতে হবে। আমি তাকে বলব না কীভাবে সেটা করা উচিত। তার গল্প আমার থেকে আলাদা। সে এখানেই জন্মেছে… তার জন্যও এটা এক বিশেষ মুহূর্ত। ফিরে আসাটা সুন্দর ব্যাপার, বিশেষ করে তার জন্য।”
অন্যদিকে লিভারপুল কোচ আর্নে স্লট জানান, তিনি নিজে অ্যালেকজান্ডার-আর্নল্ডকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। যদিও সমর্থকদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি নিশ্চিত নন।
“আমি কেবল বলতে পারি, আমার পক্ষ থেকে সে উষ্ণ অভ্যর্থনা পাবে। গত মৌসুমে সে ছিল আমার ভাইস-ক্যাপ্টেন। তার সঙ্গে কাজ করার স্মৃতিগুলো শুধু ইতিবাচক… লিভারপুলের জার্সিতে তার এমন অনেক মুহূর্ত আছে যা আমার মনে আছে।”
“সে আমার কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাবে। এখন দেখা যাক, সে আগামীকাল মাঠে নামে কি না। সমর্থকদের প্রতিক্রিয়া কেমন হবে, সত্যি বলতে আমার কোনো ধারণা নেই।”















মন্তব্য করুন: