লিভারপুলের কাছে হারল রিয়াল, বায়ার্নের কাছে পিএসজি

৫ নভেম্বর ২০২৫

লিভারপুলের কাছে হারল রিয়াল, বায়ার্নের কাছে পিএসজি

চ্যাম্পিয়নস লিগে থিবো কোর্তোয়ার দুর্ভেদ্য দেওয়াল ভেঙে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে লিভারপুল। অন্য ম্যাচে ১০ জনের দল নিয়ে বতর্মান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

লিগ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের একমাত্র গোল জয় পায় লিভারপুল।

ইউরোপ ক্লাব সেরার আসরে এই নিয়ে টানা দুই ম্যাচে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের হারাল লিভারপুল। গত মৌসুমে লিগ পর্বে ঘরের মাঠেই - গোলে জিতেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা লিভারপুল রিয়ালের রক্ষণ ভেদ করতে পারলেও গোলরক্ষক কোর্তোয়াকে ফাঁকি দিতে পারছিল না। প্রথমার্ধেই দুর্দান্ত নৈপুণ্যে বেশ কয়েকটি শট আটকান এই বেলজিয়ান।

অবশেষে ৬১তম মিনিটে কোর্তোয়ার দেওয়াল ভাঙতে পারে তারা। দমিনিক সোবোসলাইয়ের ফ্রি-কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন মাক আলিস্তের।

অধিকাংশ সময় নিষ্প্রভ থাকা কিলিয়ান এমবাপ্পে ৭৫তম মিনিটে দারুণ একটি সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেননি। ৮১তম মিনিটে আর্দা গুলেরকে উঠিয়ে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডকে নামান রিয়াল কোচ। সঙ্গে সঙ্গে যেন পুরো অ্যানফিল্ড থেকে ভেসে আসতে থাকে দুয়োধ্বনি।

জোড়া গোল করে দলকে এগিয়ে দেওয়া দিয়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন

একই সময়ে প্যারিসে অনুষ্ঠিত অন্য ম্যাচে স্বাগতিক পিএসজিকে - গোলে হারায় বায়ার্ন। জোড়া গোল করে দলকে এগিয়ে দেওয়া লুইস দিয়াস প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখলে বাকিটা সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় জার্মান চ্যাম্পিয়নদের।

বল দখল কিংবা আক্রমণ- উভয় ক্ষেত্রেই বায়ার্নের চেয়ে বেশ এগিয়ে ছিল লুইস এনরিকের দল। ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের জন্য শট নেয় ২৫টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ৯টি। অন্যদিকে কেবল ৯টি নেওয়া বায়ার্ন লক্ষ্যে রাখতে পারে ৫টি।

চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন দিয়াস। ২২তম মিনিটে উসমান দেম্বেলে বায়ার্নের জালে বল পাঠালেও ভিএআর পরীক্ষার পর অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৩২তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার পিএসজি অধিনায়ক মার্কিনিয়োসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠে আশরাফ হাকিমিকে ফাউলের ঘটনায় ভিএআর মনিটর দেখে কলম্বিয়ান এই স্ট্রাইকারকে লাল কার্ড দেখান রেফারি।

৭৪তম মিনিটে এক গোল শোধ করেন জোয়াও নেভেস।

অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাহাকে - গোলে হারিয়ে চতুর্থ জয় তুলে নেয় আর্সেনাল। অন্য ম্যাচে বেলজিয়ান দল ইউনিয়ন এসজিকে - গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ।

মন্তব্য করুন: