মেসি-রোনালদো থেকে আমি অনেক দূরে: হলান্দ
৫ নভেম্বর ২০২৫
ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্যায় নিজেকে থেকে অনেক দূরে দেখছেন আর্লিং হলান্দ। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই গোলমেশিনের মতে, কেউই এই দুই মহাতারকার গোল করার রেকর্ডের কাছাকাছি যেতে পারবে না।
গত রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে জোড়া গোল করে সিটিকে জয় এনে দেওয়ার কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছিলেন, গোল করার দিক দিয়ে হলান্দকে তিনি মেসি-রোনালদোর পর্যায়ে দেখেন।
চ্যাম্পিয়নস লিগে বুধবার সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হলান্দের কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজেকে মেসি-রোনালদোর পর্যায়ে দেখেন কি না? উত্তরে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “না, মোটেও না। (তাদের থেকে) আমি অনেক দূরে। কেউই তাদের দুজনের কাছাকাছি যেতে পারবে না।”
চলতি মৌসুমে সিটি ও নরওয়ে জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ২৬ গোল করেছেন হলান্দ। এরই মধ্যে তার ক্যারিয়ার গোল সংখ্যা ৩২৭টি হয়ে গেছে।
অন্যদিকে ৩৮ বছর বয়সী মেসির গোল সংখ্যা এখন ৮৯২টি। আর ১ হাজার গোলের পথে ছুটে চলা ৪০ বছর বয়সী রোনালদোর গোল ৯৫২টি।
ডর্টমুন্ড থেকে ২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জেতেন হলান্দ। গত আসরে হয়েছিলেন তৃতীয়। এবার প্রথম ১০ রাউন্ডে করেছেন ১৩ গোল।
প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে একশ গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন হলান্দ। ১০৭ ম্যাচে তিনি করেছেন ৯৮ গোল। সবচেয়ে কম ম্যাচে একশ গোলের মাইলফলক স্পর্শ করতে অ্যালান শিয়েরার ১২৪ ম্যাচ খেলেছিলেন। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৬০ গোলের মালিকও সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড।
এই রেকর্ড নিজের করে নিতে পারবেন কি না – এমন প্রসঙ্গে হলান্দ বলেন, “আমি তেমন কোনো রেকর্ড জানি না, কিন্তু এটা জানি। এটা (শিয়েরারের) প্রিমিয়ার লিগ রেকর্ড।”
“আমি রেকর্ড ভাঙার কথা ভাবি না। এগুলো আমার মাথায় আসে না। আমি শুধু দলের জয়ের জন্য খেলি, সেটাই আমার কাজ, সেটাই আমার মূল লক্ষ্য। আমি জানি, এটা একটু একঘেয়ে শোনায়, আপনারা চান আমি এটার উল্টোটা বলি, কিন্তু সত্যিটা এটাই।”















মন্তব্য করুন: