বার্সার হোঁচটের রাতে ম্যানসিটির বড় জয়
৬ নভেম্বর ২০২৫
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে তিনবার পিছিয়ে পড়ার পরেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে বার্সেলোনা। অন্যদিকে আর্লিং হলান্দ ও ফিল ফোডেনের গোলে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
বুধবার বেলজিয়ামের দল ব্রুজের মাঠে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করে বার্সেলোনা। এক গোলে পিছিয়ে থাকা হানসি ফ্লিকের দল আত্মঘাতী গোলে হার এড়ায়।
বল দখল ও আক্রমণে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। ৭৭ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের জন্য শট নেয় ২৩টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। অন্যদিকে ১১ শটের মধ্যে ৬টি লক্ষ্য রাখতে পারে ব্রুজ।
বার্সেলোনা আধিপত্য বিস্তার করলেও ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন নিকোলো ট্রেসোল্ডি। এক মিনিট পর ফের্মিন লোপেসের ক্রস থেকে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেররান তোরেস।
১৭তম মিনিটে আবার এগিয়ে যায় ব্রুজ। পাল্টা আক্রমণে স্কোর শিটে নাম তোলেন কার্লোস ফোর্বস। সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালালেও গোলরক্ষকের বাধায় গোলের দেখা পায়নি বার্সেলোনা।
৬১তম মিনিটে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দুজনকে কাটিয়ে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। কিন্তু এক মিনিট পরই ব্রুজকে আবারও এগিয়ে দেন ফোর্বস। ৭৭তম মিনিটে ইয়ামালের শট প্রতিপক্ষের এক ফুটবলারের মাথায় লেগে জালে জড়ালে সমতায় ফেরে বার্সেলোনা।
যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকবার বল জালে জড়িয়েছিলে ব্রুজ। কিন্তু ভিএআর মনিটর দেখে তা বাতিল করেন রেফারি, কারণ আক্রমণের সময় বার্সেলোনা গোলরক্ষককে ফাউল করা হয়েছিল।
চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ১১ নম্বরে আছে ফ্লিকের দল।
একই সময় ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া অন্য ম্যাচে ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারায় সিটি। ফোডেন করেন জোড়া গোল। একটি করে গোল করেন হলান্দ ও রায়ান শের্কি।
২২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফোডেন। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন হলান্দ। চলতি চ্যাম্পিয়নস লিগের চার ম্যাচেই গোলের দেখা পেলেন নরওয়েজিয়ান গোলমেশিন, মোট গোল ৫টি। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে সিটির জার্সিতে এই ফরোয়ার্ডের গোল সংখ্যা এখন ১৮টি।
বিরতির পর ফোডেনের দ্বিতীয় গোলে জয়ের আশা একপ্রকার শেষ হয়ে যায় ডর্টমুন্ডের। ৭২তম মিনিটে সফরকারীদের হয়ে একমাত্র গোলটি শোধ করেন ভাল্ডামার আন্টন। যোগ করা সময়ের প্রথম মিনিটে সিটির শেষ গোলটি করেন ফরাসি মিডফিল্ডার শের্কি।
চার ম্যাচে তিন জয় ও ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে সিটি। মৌসুমের প্রথম হারের স্বাদ পাওয়া ডর্টমুন্ড ৭ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে।
দিনের অন্য ম্যাচে আজারবাইজানের ক্লাব কারাবাগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। অপর ম্যাচে কাজাখস্তানের দল কাইরাত আলমাতিকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। চার ম্যাচের সবগুলোতে জিতে তালিকার তিনে আছে বর্তমান রানার্স-আপরা। শীর্ষ দুটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল।















মন্তব্য করুন: