অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনা দলে মেসি
৭ নভেম্বর ২০২৫
ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে ব্যস্ত সময় পার করছেন লিওনেল মেসি। তবে এই মহাতারকাকে নিয়েই এ বছর দেশটির শেষ প্রীতি ম্যাচের দল দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বৃহস্পতিবার মেসি ও তার ক্লাব সতীর্থ রদ্রিগো দি পলকে নিয়ে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। দলে ডাক পাননি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
এমএলএস কাপ প্লে-অফ সিরিজে ন্যাশভিলের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচ জিতলে ইস্টার্ন কনফারেন্সের সেমি-ফাইনালে উঠবে মেসির দল। সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে মায়ামি ও ন্যাশভিল।
এর আগে গত অক্টোবরে আর্জেন্টিনার খেলা দুটি প্রীতি ম্যাচের দলেও ছিলেন মেসি ও দি পল। কিন্তু এমএলএসে পরদিন মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি মেসি। তবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই ম্যাচেই মাঠে নামেন দি পল।
অন্যদিকে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার ঘরোয়া লিগে বিরতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সেই লিগে খেলা কোনো ফুটবলারকে দলে রাখা হয়নি।
আগামী ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার মাঠে বছরের শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।















মন্তব্য করুন: