এবার ‘দ্য বেস্ট ফিফা’ এর জন্য লড়বেন দেম্বেলে-ইয়ামাল
৭ নভেম্বর ২০২৫
লামিনে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি’অর জয়ের পর এবার দ্য বেস্ট ফিফা পুরস্কারের জন্য স্প্যানিশ এই তারকার সঙ্গে লড়তে যাচ্ছেন উসমান দেম্বেলে। পিএসজির এই ফরোয়ার্ড ছাড়াও পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তার ক্লাব সতীর্থ ভিতিনিয়া, আশরাফ হাকিমি ও নুনো মেন্ডেস।
বৃহস্পতিবার ২০২৫ দ্য ফিফা বেস্ট পুরস্কারের জন্য খেলোয়াড় ও কোচদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গত সেপ্টেম্বরে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন দেম্বেলে। ইয়ামালকে ৩২১ পয়েন্ট পেছনে ফেলে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই পুরস্কার জেতেন এই ফরাসি ফরোয়ার্ড।
সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আর বার্সেলোনা থেকে ইয়ামাল ছাড়াও আছেন রাফিনিয়া ও পেদ্রি।
পিএসজিকে ট্রেবল জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে দ্য বেস্ট কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন বার্সেলোনার হানসি ফ্লিক, চেলসিকে ক্লাব বিশ্বকাপ জেতানো এনসো মারেস্কা এবং লিভারপুলকে প্রিমিয়ার লিগ জেতানো আর্নে স্লটসহ আরও চার জন।
দ্য বেস্ট ফিফা মনোনয়ন পাওয়া ফুটবলার:
উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, ভিতিনিয়া, লামিনে ইয়ামাল
দ্য বেস্ট ফিফা মনোনয়ন পাওয়া কোচ:
হাভিয়ের আগিয়েররে, মিকেল আর্তেতা, লুইস এনরিকে, হানসি ফ্লিক, এনসো মারেস্কা, রবের্তো মার্তিনেস, আর্নে স্লট।















মন্তব্য করুন: