রোনালদোর কাছে সৌদির চেয়ে স্পেনে গোল করা সহজ
৭ নভেম্বর ২০২৫
সৌদি প্রো লিগে টানা দুই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো দাবি করেছেন, সৌদি আরবের চেয়ে স্পেনে গোল করা সহজ। শুধু তাই নয়, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা মনে করেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেললেও তিনি এখনকার সমান গোল করতেন।
দীর্ঘ ক্যারিয়ারে নয় বছর রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন রোনালদো। স্প্যানিশ জায়েন্টদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন তিনি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় মোট ৩৪৬ ম্যাচ খেলে গোলের দেখা পেয়েছেন ১৪৫টি। ২০২২ সালের ডিসেম্বরে ইংলিশ ক্লাবটি ছাড়ার পর যোগ দেন বর্তমান ক্লাব আল-নাসেরে। সেখানে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে তার গোল সংখ্যা ১০২টি।
সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা বলেন, “বছর গড়াচ্ছে, আর আমি আরও বেশি গোল করছি। খারাপ মৌসুমেও (যখন আল নাসর কোনো শিরোপা জেতেনি) আমি ২৫টা গোল করেছি। এখন যদি আমি প্রিমিয়ার লিগে কোনো বড় দলে খেলতাম, সমান গোল করতাম! ভালো দল পেলে, ৪০ বছর বয়সেও আমি একইভাবে গোল করব।”
রোনালদোর দাবি, তার নিজ দেশ পর্তুগালের লিগের চেয়ে সৌদি প্রো লিগের মান ভালো। কিন্তু এই লিগকে যথাযথ সম্মান দেওয়া হয় না।
“আমার কিছু বলার দরকার নেই, কারণ তারা যা খুশি বলতে পারে। কিন্তু সংখ্যা মিথ্যা বলে না। তারা সৌদি লিগ নিয়ে কথা বলে, কিন্তু এখানে কখনও আসেনি, এখানে খেলেনি। তারা জানে না ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৌড়ানো কেমন। তবুও আমি বলি, সৌদি লিগ পর্তুগিজ লিগের চেয়ে অনেক, অনেক ভালো। ফরাসি লিগে তো শুধু পিএসজি আছে। প্রিমিয়ার লিগ অবশ্যই ভালো, সেটাই এক নম্বর।”
“অন্য খেলোয়াড়দের জিজ্ঞেস করুন লিগটা কেমন, আমাকে নয়। কারণ আমাকে জিজ্ঞেস করলে সবাই ভাবে, ‘আহ, ক্রিশ্চিয়ানো এটা বলছে কারণ সে সৌদিতে খেলে।’ না, না। আমি সর্বত্র খেলেছি। আমার কাছে স্পেনে গোল করা সৌদির চেয়ে সহজ ছিল।”
পেশাদার ক্যারিয়ারে ৯৫২টি গোল করা রোনালদো ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক। সাফল্যের রহস্য জানতে চাইলে তিনি জানান, তিনি সব সময় শিখছেন।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্য আছে কি না – জানতে চাওয়া হলে রোনালদো বলেন, “আমি সেটা নিয়ে ভাবছি না। আমরা এখনও বাছাইপর্ব পেরোইনি। আমি শুধু প্রতি মুহূর্ত উপভোগ করছি।”















মন্তব্য করুন: