বার্সাতেই ইউরোপিয়ান ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন মেসি

১২ নভেম্বর ২০২৫

বার্সাতেই ইউরোপিয়ান ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন মেসি

দিনদুয়েক আগে বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউয়ে আচমকাই উপস্থিত হয়ে পুরো ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছিলেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছেন, কাতালান ক্লাবটিতেই ইউরোপিয়ান ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন। ভবিষ্যতে আবারও বার্সেলোনায় ফিরে বসবাস করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

বার্সেলোনায় ২০ বছর কাটানোর পর ২০২১ সালে ক্লাব ছেড়েছিলেন মেসি। এরপর কাম্প নউয়ে আর কখনও পা রাখেননি তিনি। তবে গত রোববার পুনর্নির্মাণের কাজ চলতে থাকা স্টেডিয়ামটিতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সফরের ছবি পোস্ট করে মেসি লেখেন, “আশা করি একদিন সেই বিদায়টা নিতে পারব, যা কখনও নিতে পারিনি।

ইনস্টাগ্রামে প্রথম ২৪ ঘণ্টার মধ্যে সেই পোস্টে ২ কোটি ২০ লাখের বেশি লাইক পড়ে। প্রিয় তারকাকে আবার প্রিয় ক্লাবের আঙিনায় দেখে কমেন্ট বক্সে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।

এর পরদিন স্প্যানিশ দৈনিক দিয়ারিও স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমরা বার্সেলোনাকে খুব মিস করি। আমার স্ত্রী আর সন্তানদের সঙ্গে সবসময়ই বার্সেলোনার কথা হয়। পরিকল্পনা হলো সেখানে গিয়ে আবার বাস করা। আমাদের বাড়ি থেকে শুরু করে সবকিছুই ওখানে। তাই এটা আমরা চাই।

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেখান থেকে ২০২৩ সালের জুলাইয়ে যোগ দেন ইন্টার মায়ামিতে। সম্প্রতি মেজর লিগ সকারের এই ক্লাবটিতে ২০২৮ সাল পর্যন্ত থাকার চুক্তি করেছেন আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা।

বার্সেলোনা থেকে যেভাবে বিদায় নিয়েছেন তা কোনোদিনও কল্পনা করেননি জানিয়ে মেসি বলেন, “এটা খুব অদ্ভুত এক অনুভূতি ছিল, বিশেষ করে যেভাবে তা ঘটেছিল। কারণ আমার শেষ মৌসুমগুলোতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলেছি, কারণ তখন মহামারি চলছিল। আজীবন যেখানে খেলেছি, সেখান থেকে এমনভাবে বিদায় নেওয়ার কথা কল্পনাও করিনি।

আমি ভেবেছিলাম পুরো ইউরোপীয় ক্যারিয়ারটা বার্সেলোনাতেই কাটাব, তারপর মায়ামিতে যাবো, যেমনটা করেছি। কারণ এটা আমার পরিকল্পনা ছিল, এটাই আমি চেয়েছিলাম। তাই পরিস্থিতির কারণে বিদায়টা অদ্ভুত ছিল।

মন্তব্য করুন: