কাম্প নউয়ে মেসির মূর্তি বানাতে চায় বার্সেলোনা
১৪ নভেম্বর ২০২৫
বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউয়ের বাইরে লিওনেল মেসির একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি জোয়ান লাপোর্তা। কাতালান ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে সম্মান জানাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত রোববার কাম্প নউয়ের সংস্কার কাজ ঘুরে দেখেন মেসি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর থেকে আলোড়ন ওঠে ফুটবল বিশ্বে।
বার্সেলোনায় এক অনুষ্ঠানে লাপোর্তা জানান, ক্লাবটি ইতোমধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে স্থায়ীভাবে সম্মান জানানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।
“মেসি সবসময় বার্সার সঙ্গে যুক্ত থাকবে, সে জানে আমাদের দরজা তার জন্য খোলা। আমরা তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখি, সে সর্বোত্তম শ্রদ্ধাবোধ পাওয়ার যোগ্য।”
“কাম্প নউয়ে (ইয়োহান) ক্রুইফ এবং (লাসলো) কুবালার মতো তার একটি মূর্তি থাকা উচিত। তিনি সেই বিখ্যাত খেলোয়াড়দের একজন, যারা আমাদের ওপর ছাপ রেখে গেছেন। আমরা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করেছি এবং কাজ হচ্ছে। পরিবারকে রাজি হতে হবে, আর সব বার্সা সমর্থকরাই এটা চাইবে।”
এর আগে এক রেডিওতে লাপোর্তা স্পষ্ট করে জানিয়েছিলেন, মেসির বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা ‘অবাস্তব’। কারণ তিনি সম্প্রতি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন।
১৩ বছর বয়সে বার্সেলোনার একাডেমি লা মেসিয়াতে যোগ দেওয়া মেসি ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। ক্লাবকে জিতিয়েছেন ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ।
প্রায় ৯০০ দিন সংস্কারের জন্য বন্ধ থাকার পর গত শুক্রবার কাম্প নউ পুনরায় খোলা হয়। সেদিন ২০ হাজারের বেশি দর্শকের সামনে অনুশীলনে অংশ নেয় বার্সেলোনা দল। সংস্কার কাজ শেষ হলে ১ লাখ ৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে মেসির জন্য এক বিশাল সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানান লাপোর্তা।















মন্তব্য করুন: