শত গোল করলেও ট্রফি না পেলে ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়: কেইন
১৬ নভেম্বর ২০২৫
চলতি মৌসুমে একের পর এক গোল করে দুর্দান্ত ছন্দে আছেন হ্যারি কেইন। তবে ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ডের বেশ ভালো করেই জানেন, আগামী বছর ব্যালন ডি’অর জিততে হলে শুধু গোল করলেই হবে না, সঙ্গে ট্রফিও জিততে হবে।
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটাচ্ছেন। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন ২৩ গোল। তার ঝলকে বুন্ডেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ – দুই জায়গাতেই পয়েন্ট তালিকার শীর্ষে আছে জার্মান ক্লাবটি।
অন্যদিকে ইংল্যান্ডের হয়ে চার ম্যাচে ৩ গোল করেছেন কেইন। গত অক্টোবরে লাটভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে দলের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে ভূমিকা রাখেন।
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে বর্তমানে ইংল্যান্ড দলের সঙ্গে আছেন কেইন। আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে শনিবার ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের ইংলিশ অধিনায়ক বলেন, “আমি এই মৌসুমে ১০০ গোলও করতে পারি। কিন্তু আমি যদি চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জিততে না পারি, তাহলে আপনি ব্যালন ডি’অর জিতবেন না।”
“এটা হলান্দের ক্ষেত্রেও একই, যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই তাই। বড় ট্রফিগুলো জিততেই হবে।”
বায়ার্নে থাকার কারণে তার সম্ভাবনা কিছুটা বেড়েছে বলেও মনে করেন কেইন।
“আমরা বায়ার্ন মিউনিখে অসাধারণ অবস্থায় আছি। তাই হয়তো সম্ভাবনাটা আমার পক্ষে একটু বেশি। ইংল্যান্ডেও একই। ক্লাব ও জাতীয় দলে সবকিছু ঠিকঠাক চললে আমি অবশ্যই ব্যালন ডি’অরের আলোচনায় থাকব।”















মন্তব্য করুন: