প্রিমিয়ার লিগে একই রাতে লিভারপুল-সিটির হার

২৩ নভেম্বর ২০২৫

প্রিমিয়ার লিগে একই রাতে লিভারপুল-সিটির হার

আন্তর্জাতিক বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠের লড়াই ফেরার দিন হেরেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে চেলসি।

শনিবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হারে লিভারপুল। চলতি মৌসুমে লিগে আর্নে স্লটের দলের এটি ষষ্ঠ পরাজয়।

গত মৌসুমে নটিংহ্যামের বিপক্ষে দুই লেগেই হোঁচট খেয়েছিল লিভারপুল। ঘরের মাঠে ১-০ গোলে হারের পর, ফিরতি লেগে ১-১ গোলে ড্র করেছিল তারা। অন্যদিকে ৬২ বছর পর অ্যানফিল্ডে টানা দুই ম্যাচ জিতল নটিংহ্যাম।

প্রিমিয়ার লিগে টানা চার পরাজয়ের পর চলতি মাসের শুরুতে অ্যাস্টন ভিলাকে হারায় লিভারপুল। এর তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে জয় পায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। কিন্তু গত ৯ নভেম্বর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-০ গোলে হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল তারা।

টানা ব্যর্থতায় শিরোপা ধরে রাখার অভিযানে পয়েন্ট তালিকায় সেরা দশের বাইরে চলে গেছে লিভারপুল। ১২ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে স্লটের দল আছে ১১ নম্বরে। এক ম্যাচ কম খেলা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ৮ পয়েন্টে।

পয়েন্ট তালিকার তিন নম্বরে নেমে গেছে পেপ গুয়ার্দিওলার দল

অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারে সিটি। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের মধ্যে।

৬৪তম মিনিটে হার্ভি বার্নসের গোলে নিউক্যাসল এগিয়ে যাওয়ার পর চার মিনিটের মধ্যে সিটিকে সমতায় ফেরান রুবেন দিয়াস। ৭০তম মিনিটে স্বাগতিকদের আবার এগিয়ে দেন বার্নস।

১২ ম্যাচে ৭ জয় ও ৪ হারে ২২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে নেমে গেছে পেপ গুয়ার্দিওলার দল। ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে নিউক্যাসল।

দিনের প্রথম ম্যাচে বার্নলির মাঠে ২-০ গোলের জয় পায় চেলসি। ৩৭তম মিনিটে ক্লাব বিশ্বকাপ জয়ীদের এগিয়ে দেন পেদ্রো নেতো। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

এই জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে এনসো মারেস্কার দল।

মন্তব্য করুন: