তলানির দলের কাছে হারের দায় নিলেন লিভারপুল কোচ

২৩ নভেম্বর ২০২৫

তলানির দলের কাছে হারের দায় নিলেন লিভারপুল কোচ

ম্যাচ শুরুর আগে রেলিগেশন অঞ্চলে ছিল নটিংহ্যাম ফরেস্ট। কিন্তু মাঠের পারফরম্যান্সে তাদের কাছে যেন পাত্তাই পেল না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচ শেষে হারের দায় নিজ কাঁধে নিয়েছেন কোচ আর্নে স্লট।

আন্তর্জাতিক বিরতির পর শনিবার অ্যানফিল্ডে নটিংহ্যামের কাছে ৩-০ গোলে হেরে পয়েন্ট তালিকার ১১ নম্বরে নেমে গেছে লিভারপুল। আর জয়ে ম্যাচ শুরুর আগে তালিকার ১৯ নম্বরে থাকা নটিংহ্যাম উঠে এসেছে ১৬ নম্বরে।

টানা পাঁচ জয়ে লিগ শুরু করা লিভারপুলের টুর্নামেন্টে সবশেষ সাত ম্যাচে এটি ষষ্ঠ পরাজয়। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে স্লট বলেন, “প্রথম আধঘণ্টা আমরা বেশ ভালোই শুরু করেছিলাম। আমরা এক গোল হজম করলাম। এরপর আমরা প্রথম আধঘণ্টায় যেভাবে খেলেছিলাম, সেভাবে আর খেলতে পারিনি।

তার কৌশলগত পরিবর্তনগুলো কাজ করেনি জানিয়ে এই ডাচ কোচ বলেন, “যদি জিনিসগুলো ভালো চলে বা খারাপ চলে, সেটা আমার দায়িত্ব। আমরা যথেষ্ট কিছু তৈরি করতে পারিনি। আমি কয়েকটা জিনিস ঠিক করার চেষ্টা করেছি। কিন্তু এটা কাজ করেনি। আমরা একটা গোলও করতে পারিনি।

দ্বিতীয়ার্ধ শুরুতে গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। এটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন স্লট।

অবশ্যই, এটা ক্ষতিকর ছিল। এমনিতে ১-০ থাকাই কঠিন ছিল এমন একটি দলের বিপক্ষে, যারা সবকিছু ব্লক করছিল।

এছাড়া প্রতিপক্ষ সমর্থকরা স্লটকে উদ্দেশ করে ‘সকালে তোমার চাকরি চলে যাবে গাইতে শুরু করে।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের মধ্যে আটটিতে হারা লিভারপুল আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে আইন্দহোফেনের মুখোমুখি হবে।

ব্রিটিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে চলতি মৌসুমে লিভারপুলে যোগ দেওয়া আলেক্সান্দার ইসাক এদিন শুরুর একাদশের হয়ে মাঠে নামলেও ছিলেন অনুজ্জ্বল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তাকে মাঠ থেকে তুলে নেন স্লট।

মন্তব্য করুন: