১০ জনের এভারটনের কাছে ১২ বছর পর ঘরের মাঠে হারল ম্যানইউ

২৫ নভেম্বর ২০২৫

১০ জনের এভারটনের কাছে ১২ বছর পর ঘরের মাঠে হারল ম্যানইউ

সতীর্থকে চড় মেরে ম্যাচের শুরুতেই ইদ্রিসা গেয়ি লাল কার্ড দেখায় ১০ জনের দলের পরিণত হয়েছিল এভারটন। কিন্তু এরপরও প্রতিপক্ষকে হারাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। আর এতেই ওল্ড ট্র্যাফোর্ডে এক যুগের জয়খরা কাটিয়েছে এভারটন।

সোমবার প্রিমিয়ার লিগে ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে - গোলে হারায় ডেভিড ময়েসের দল। ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের সবশেষ জয়টি এসেছিল ২০১৩ সালের ডিসেম্বরে।

ম্যাচের ১৩তম মিনিটে সতীর্থ মাইকেল কিনকে চড় মেরে লাল কার্ড দেখেন গেয়ি। ঘটনার সূত্রপাত কিনের উদ্দেশে এই মিডফিল্ডারের পাস দেওয়া থেকে। ঠিকমত বল ক্লিয়ার না পারায় বল পেয়ে যান ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। তার শট পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়।

এরপর কিনের দিকে তেড়ে গিয়ে ক্ষিপ্ত হয়ে কথা বলতে দেখা যায় গেয়িকে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন কিন। এরপরই এই ডিফেন্ডারের গায়ে চড় বসিয়ে দেন গেয়ি। গোলকিপার জর্ডান পিকফোর্ড ছুটে গিয়ে তাদেরকে আলাদা করেন।

এই ঘটনায় সঙ্গে সঙ্গেই গেয়িকে লাল কার্ড দেখান রেফারি। প্রিমিয়ার লিগে ১৭ বছর পর কোনো ফুটবলার নিজ দলেই ঝামেলা পাকিয়ে লাল কার্ড দেখলেন। এর আগে ২০০৮ সালে স্টোক সিটির রিকার্ডো ফুলার সতীর্থ অ্যান্ডি গ্রিফিনকে চড় মেরে লাল কার্ড দেখেছিলেন।

১০ জনের দলে পরিণত হওয়ার পর লড়াই চালিয়ে যাওয়া এভারটন এগিয়ে যায় ২৯তম মিনিটে। বক্সের মাথা থেকে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার কিয়েরনান ড্রুজবেরি-হল। ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকরা এরপর বেশ কিছু সুযোগ তৈরি করলেও পিকফোর্ডের দেয়াল ভেদ করতে পারেননি।

৭০ শতাংশ সময় বল দখলে রাখা ইউনাইটেড গোলের জন্য শট নেয় ২৩টি, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল ৬টি। অন্যদিকে দুটি শট নেওয়া এভারটনের লক্ষ্যে থাকে একটি।

১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন ১০ নম্বরে রুবেন আমুরির দল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ১১ নম্বরে এভারটন।

মন্তব্য করুন: