টানা ৩ হারের পর জয়ে স্বস্তিতে লিভারপুল কোচ
১ ডিসেম্বর ২০২৫
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর জয়ের দেখা পেয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে এই জয়ে স্বস্তি পাওয়ার কথা স্বীকার করেছেন কোচ আর্নে স্লট।
রোববার ওয়েস্ট হ্যামের মাঠে মোহাম্মদ সালাহকে ছাড়াই খেলতে নেমে ২-০ গোলে জয় পায় লিভারপুল। ১৩ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে উঠে এসেছে তারা।
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচের মধ্যে ৯টিতে হেরেছিল, যার মধ্যে আছে গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোফেনের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়। এই হার স্লটের ওপর চাপ বাড়িয়ে দিয়েছিল।
লন্ডন স্টেডিয়ামে আলেক্সান্দার ইসাক ও কোডি গাকপোর শেষ মুহূর্তের গোলে জয়ের পথে ফেরে অলরেডরা।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে স্লট বলেন, “স্বস্তি… ফল বিবেচনায় এটা অবশ্যই খুব ভালো। তবে এখানে কিছু জিনিস ছিল যা আমাদের সাম্প্রতিক খেলাগুলোর মতোই ছিল এবং কিছু জিনিস ভিন্ন ছিল।”
“যে জিনিসগুলো একই ছিল তা হল আমরা আমাদের প্রথম সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। কিন্তু ভালো দিকটি হল, বহু, বহু, বহু খেলার মধ্যে এই প্রথমবার প্রতিপক্ষের প্রথম সুযোগও গোলে গেল না। সব থেকে ভালো ব্যাপার হল সেটাই তাদের একমাত্র সুযোগ ছিল এবং সেটা ছিল ৯০ মিনিট পরে।”
রেকর্ড সাড়ে ১২ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে গত সেপ্টেম্বরে লিভারপুলে যোগ দেওয়া ইসাক এই ম্যাচে প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল করেন। এই গোল আসতে দেরি হল কিনা জিজ্ঞাসা করা হলে স্লট বলেন, “এটা তার প্রতি কিছুটা অন্যায়ও।… সে অনেকগুলো ম্যাচ খেলেছে, তবে মিনিটের দিক থেকে খুব বেশি নয়। দল হিসেবে আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ১-০ করেছি এবং তার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচে এটি তার তৃতীয় সুযোগ ছিল।”
২০২৪ সালের এপ্রিলের পর এবারই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম্যাচের বেঞ্চে বসেছিলেন সালাহ। গত মৌসুমে দলকে ২০তম লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা মিশরীয় তারকাকে শুরুর একাদশে না রাখার প্রসঙ্গে স্লট বলেন, “এই ক্লাবটিতে সালাহর একটি অবিশ্বাস্য ক্যারিয়ার রয়েছে। ক্লাবে তার খুব ভালো ভবিষ্যৎ থাকবে কারণ সে এত বিশেষ একজন খেলোয়াড়।”
“আমাদের ১০ দিনে চারটি ম্যাচ রয়েছে, মাঠে খেলার মতো খেলোয়াড় আছে মাত্র ১৪ থেকে ১৫ জন। তখন আপনাকে মাঝে মাঝে একটি নির্দিষ্ট লাইন-আপ করার সিদ্ধান্ত নিতে হয়।”















মন্তব্য করুন: