শেষ দিকের গোলে পয়েন্ট খুঁইয়ে ক্ষুব্ধ ম্যানইউ কোচ
৫ ডিসেম্বর ২০২৫
জিতলেই প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে ওঠার সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু ওয়েস্ট হ্যামের কাছে শেষ দিকে গোল হজম করে সেই সুযোগ হাতছাড়া করেছে তারা। দলের এমন পারফরম্যান্সে হতাশ ও ক্ষুব্ধ কোচ রুবেন আমুরি।
বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড। ৫৮তম মিনিটে দিয়োগো দালোতের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৩তম মিনিটে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম।
ম্যাচ শেষ দিকে এই গোল হজম করায় হতাশা প্রকাশ করেন আমুরি। গোলের শুরুটা হয়েছিল একটি লম্বা বাড়ানো বল থেকে, যা ইউনাইটেডের রক্ষণভাগ সামলাতে পারেনি।
ম্যাচের মূল্যায়ন করতে বলা হলে এই পর্তুগিজ কোচ বলেন, “হতাশ, ক্ষুব্ধ, এই আর কি।”
“এমন কিছু দ্বিতীয়ার্ধ আছে যেখানে আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কিন্তু আজ ব্যাপারটা তেমন ছিল না। প্রথম গোলের পরে আমরা কিছু বল দখলে হেরেছি।”
“আমরা সব সময় গোল থেকে দূরে ডিফেন্ড করার চেষ্টা করি। গোলটি একটি লং বল থেকে হয়েছিল। তারা তিনজন খেলোয়াড়ের বিপক্ষে বল জিতেছে, তাই আমাদের আরও ভালো করতে হবে। আমরা এমন একটি দলকে এত সহজে কর্নার পেতে দিতে পারি না, যারা আমাদের চেয়ে অনেক বেশি লম্বা।”
এই ড্রয়ে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে আছে ইউনাইটেড। পরের ম্যাচে আগামী সোমবার তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন।















মন্তব্য করুন: