আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে: সালাহ
৭ ডিসেম্বর ২০২৫
টানা তিন ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়া মোহাম্মদ সালাহ তার প্রতি ক্লাবের সাম্প্রতিক আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করে দাবি করেছেন, লিভারপুলের ছন্দপতনের জন্য তাকেই দায়ী করা হচ্ছে। এমনকি ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন মিশরীয় এই তারকা।
শনিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মাঠে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করে লিভারপুল। ম্যাচের পুরোটা সময় বেঞ্চে বসে থাকতে হয় সালাহকে।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সাংবাদিকদের জানান, মৌসুমের বাজে শুরুর জন্য তাকে দায়ী করা হয়েছে বলে তিনি মনে করছেন।
“সত্যি বলতে, আমি খুব, খুব হতাশ। আমি এই ক্লাবের জন্য অনেক কিছু করেছি, বছরের পর বছর ধরে সবাই তা দেখতে পারে, বিশেষ করে গত মৌসুমে।”
এরপর তিনি ক্লাবের নেতৃত্বের দিকে আঙুল তুলে বলেন, “আমি জানি না, মনে হচ্ছে ক্লাব আমাকে বলির পাঁঠা বানাচ্ছে। আমার এমনই মনে হয়েছে, এমনই মনে হচ্ছে। আমার মনে হয় এটা খুব স্পষ্ট যে কেউ চায় আমি সমস্ত দোষ নেই। ক্লাব আমাকে গ্রীষ্মে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এবং এখন পর্যন্ত কিছুই পূরণ হয়নি।”
গত এপ্রিল লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি বাড়ানো এই মিশরীয় তারকা ইংলিশ ক্লাবটিতে আট বছরের ক্যারিয়ারে দুইবার প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৫০ গোল।
প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে চলতি মৌসুমে টানা পাঁচ ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল লিভারপুল। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। পরের ১০ ম্যাচে জেতে মাত্র দুটিতে, হার ছয়টিতে। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা আছে তালিকার আট নম্বরে।
তবে দলের এমন অবস্থার পরও সবশেষ তিন ম্যাচেই শুরুর একাদশে জায়গা পাননি সালাহ। বদলি হিসেবে খেলেছেন মাত্র ৪৫ মিনিট।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মুখোমুখি হবে লিভারপুল। এরপর শনিবার অ্যানফিল্ডে লিগ ম্যাচে ব্রাইটনকে আতিথ্য দেবে তারা। এই দুই ম্যাচ পর অলরেডদের জার্সিতে আর না খেলার সম্ভাবনা নিয়েও ইঙ্গিত দেন সালাহ।
আগামী ১৫ ডিসেম্বর আফ্রিকান কাপ অব নেশনসে মিশরের হয়ে খেলতে যোগ দিতে যাওয়া সালাহ বলেন, “এখন কী হবে জানি না। তাই আমি শুধু অ্যানফিল্ডে থাকব। আফ্রিকান কাপ অফ নেশনসে যাওয়ার আগে ভক্তদের বিদায় জানাবো। কারণ আমি যখন সেখানে থাকব তখন কী ঘটবে তা জানি না।”















মন্তব্য করুন: