সালাহ লিভারপুলে তার ঐতিহ্য নষ্ট করছে: রুনি

৮ ডিসেম্বর ২০২৫

সালাহ লিভারপুলে তার ঐতিহ্য নষ্ট করছে: রুনি

লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ সাম্প্রতিক সময়ে দল থেকে বাদ পড়ার পর তার ক্ষোভের মাধ্যমে ক্লাবে নিজের তৈরি করা ঐতিহ্য নষ্ট করছে বলে মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি।

লিভারপুলের জার্সিতে সবশেষ তিন ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি সালাহ। গত শনিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে - গোলে ড্রয়ের ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচ শেষে ক্লাব কোচ আর্নে স্লটের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে অভিযোগ করেন, দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য তাকে বলির পাঁঠা বানানো হয়েছে।

গত এপ্রিল লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি বাড়ানো এই মিশরীয় তারকা অ্যানফিল্ডে আট বছরের ক্যারিয়ারে দুটি প্রিমিয়ার লিগ একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোল করে ক্লাবটির কিংবদন্তিতে পরিণত হয়েছেন।

তবে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টি ম্যাচে খেলা সালাহর গোল সংখ্যা মাত্র পাঁচটি।

লিভারপুল নিয়ে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সাবেক ইংলিশ স্ট্রাইকার রুনি তার পডক্যাস্টে বলেন, “সে (সালাহ) পুরোপুরি লিভারপুলে তার ঐতিহ্য নষ্ট করছে। তার জন্য এটা দুঃখজনক হবে যে, সে সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সে সব ভুলভাবে করেছে।আমি নিশ্চিত যে আগামী কয়েক বছরে সে এই কথাগুলো বলার জন্য অনুতপ্ত হবে।

স্লটের জায়গায় তিনি লিভারপুলের কোচ হলে সালাহ দলে জায়গা পেত না জানিয়ে রুনি বলেন, “আর্নে স্লটকে তার কর্তৃত্ব দেখাতে হবে এবং তাকে ডেকে বলতে হবে, ‘তুমি দলের সঙ্গে সফর করছো না, তুমি যা বলেছো তা গ্রহণযোগ্য নয়। আফ্রিকান কাপ অফ নেশনস যাও এবং সবকিছু শান্ত হতে দাও।আমি যদি তার জায়গায় থাকতাম, তবে তাকে কোনোভাবেই দলে রাখা হতো না।

লিডসের বিপক্ষে ম্যাচ শেষে সালাহ জানান, তার মনে হচ্ছে, শিরোপা ধরে রাখার অভিযানে ব্যর্থ হওয়ায় তাকে বলির পাঁঠা বানানো হয়েছে।

প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে সাত জয়ে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে আছে।

মন্তব্য করুন: