জোড়া গোলে রোনালদোর আরও কাছে এমবাপ্পে

১৮ ডিসেম্বর ২০২৫

জোড়া গোলে রোনালদোর আরও কাছে এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে কোপা দেল রের ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন। একই সঙ্গে মাদ্রিদের ক্লাবটির হয়ে এক বছরে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার আরও কাছে পৌঁছে গেছেন এই ফরাসি তারকা।

বুধবার কোপা দেল রের ম্যাচে তৃতীয় স্তরের তালাভেরাকে - গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে রিয়াল। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পর ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় দলের শেষ গোলটি করেন এমবাপ্পে।

২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোল এখন ৫৮টি। ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি রোনালদোর। ২০১৩ সালে ৫৯ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা।

চলতি বছর আরেকটি ম্যাচ খেলবে রিয়াল। আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে মাঠে নামতে তারা। ফলে এই ম্যাচে রোনালদোর রেকর্ডে ভাগ বসানো কিংবা তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন এমবাপ্পে।

আগের ম্যাচের একাদশ থেকে ভিনিসুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম অঁহেলিয়া চুয়ামেনিদের বেঞ্চে রেখে এই ম্যাচের একাদশ সাজান শাবি আলোনসো। তবে পুরো ম্যাচেই খেলেছেন আগের ম্যাচে চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে।

ম্যাচ শেষে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়ে তাকে পুরো ম্যাচে খেলানোর কারণ হিসেবে রিয়াল কোচ বলেন, “গোল করে ম্যাচের (ফল) নির্ধারক ছিল এমবাপ্পে। সবসময়ই তার গোল করার দক্ষতা অসাধারণ। তৃতীয় গোলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই আমরা তাকে মাঠে রেখেছিলাম। লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন নজর পরবর্তী ম্যাচে।

মন্তব্য করুন: