লিভারপুল সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

২০ ডিসেম্বর ২০২৫

লিভারপুল সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

নিজের সাম্প্রতিক বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুল সতীর্থদের কাছে মোহাম্মদ সালাহ ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন দলটির ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স।

শুক্রবার স্কাই স্পোর্টসে প্রকাশিত সাক্ষাৎকারে জোন্স দাবি করেন, ওই ঘটনার কোনো প্রভাব লিভারপুলের ড্রেসিং রুমে পড়েনি। ফুটবলারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধন আগের মতোই অটুট আছে।

গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা সালাহ এবারের মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। টানা কয়েক ম্যাচ বাজে পারফরম্যান্সের কারণে জায়গা হারান শুরুর একাদশ থেকে। টানা তিন ম্যাচে শুরুর একাদশের বাইরে থাকা এই ফরোয়ার্ড গত ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে - গোলে ড্রয়ের ম্যাচের পর মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝাড়েন।

দলের সাম্প্রতিক বাজে পারফর্মের জন্য তাকে বলির পাঁঠা বানানোর অভিযোগ করেন তিনি। এছাড়া কোচের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে যাওয়ার কথা জানান এই মিশরীয় তারকা। একই সঙ্গে ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন তিনি।

এই সাক্ষাৎকারের পর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন সালাহ। সাবেক ফুটবলার বিশ্লেষকদের অনেকে লিভারপুলের তারকা ফরোয়ার্ডের কড়া সামলোচনাও করেন।

তবে বাইরের এসব ঘটনার আঁচ ড্রেসিং রুমে লাগেনি দাবি করেন জোন্স বলেসমো (সালাহ) নিজে আলাদা একটি সত্তা নিজের ভাবনার কথা সে বলতেই পারে। আমাদের কাছে সে ক্ষমা চেয়েছে এবং ব্যাপারটি এমন ছিল, ‘যদি আমার ঘটনায় কেউ প্রভাবিত হয়ে থাকে বা কারও সেই ধরনের কিছু মনে হয়, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।সে এমনই একজন মানুষ।

পরে অবশ্য কোচ আর্নে স্লটের সঙ্গে ইতিবাচক আলোচনার পর গত শনিবার প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ফেরেন সালাহ। বদলি হিসেবে নেমে একটি গোলে সহায়তা করে দলের জয়ে অবদান রাখেন।

এরপর মিশরের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্সে অংশ নিতে লিভারপুল ছাড়েন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।

প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল শনিবার টটনাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে।

মন্তব্য করুন: