হাঁটুর চোটে পড়লেন এমবাপ্পে
১ জানুয়ারি ২০২৬
হাঁটুর চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ সুপারকাপে ফরাসি এই ফরোয়ার্ডকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।
বুধবার এক বিবৃতিতে রিয়াল জানায়, বাঁ হাঁটুতে চোট পেয়েছেন এমবাপ্পে। তবে চোট কতটা গুরুতর কিংবা তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়য়ে কিছু বলা হয়নি। কেবল ২৭ বছর বয়সী এই তারকার অগ্রগতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে।
আগামী রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় নতুন বছর শুরু করবে রিয়াল। এই ম্যাচে এমবাপ্পের না খেলা অনেকটাই অনিশ্চিত। শঙ্কা রয়েছে আগামী বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া সুপারকাপে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালে তার খেলা নিয়ে।
আতলেতিকোর বিপক্ষে জিততে পারলে আগামী ১১ জানুয়ারি ফাইনালে খেলবে রিয়াল। সেখানে তাদের প্রতিপক্ষ থাকবে বার্সেলোনা ও আথলেতিক বিলবাওয়ের মধ্যে অপর সেমি-ফাইনালের জয়ী দল।
এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানায়, সুপারকাপে অংশ নিতে দলের সঙ্গে সৌদি আরবে যাচ্ছেন না এমবাপ্পে। মাঠের বাইরে থাকতে হবে প্রায় তিন সপ্তাহ।
চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১৮ গোল করে গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে ১৮ ম্যাচের সবকটিতেই ছিলেন শুরুর একাদশে। তবে হাঁটুর সমস্যার কারণে গত ১১ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে মাঠে নামেননি তিনি। কিন্তু লিগে পরের তিন ম্যাচে খেলেছেন পুরো সময়ই।
বিদায়ী বছরে সব মিলিয়ে ৫৯ গোল করে এমবাপ্পে স্পর্শ করেছেন রিয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা সবচেয়ে বেশি গোলের রেকর্ড।















মন্তব্য করুন: