রাইসের জোড়া গোলে জয় দিয়ে বছর শুরু আর্সেনালের
৪ জানুয়ারি ২০২৬
শুরুতে গোল হজমের ধাক্কা কাটিয়ে উঠতে খুব একটা সময় নেয়নি আর্সেনাল। বিরতির পর জোড়া গোল করে দলকে জয়ের দিকে অনেকটা এগিয়ে রেখেছিলেন ডেক্লান রাইস। খানিকবাদে বোর্নমাউথ এক গোল শোধ দিলেও নাটকীয় কিছু করতে পারেনি। জয় দিয়ে বছর শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করেছে মিকেল আর্তেতার দল।
শনিবার বোর্নমাউথের মাঠে ৩-২ গোলের জয় পায় আর্সেনাল। লিগে এটি তাদের টানা পঞ্চম জয়।
গত মৌসুমে বোর্নমাউথের কাছে দুই ম্যাচেই হারা আর্তেতার দল এদিন গোল হজম করে ম্যাচের দশম মিনিটে। গাব্রিয়েল মাগালিয়াইসের ভুল পাসে ডি-বক্সের মুখে বল পান এভানিলসন। কোনাকুনি শটে বল জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
১৬তম দলকে সমতায় ফিরিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালিয়াইস।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অধিনায়ক মার্তিন ওদেগার্দের বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন রাইস। ৭১তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার।
দুই গোলে পিছিয়ে পড়ার পাঁচ মিনিট পরই ফরাসি ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপির গোলে ব্যবধান কমায় বোর্নমাউথ।
২০ ম্যাচে ১৫ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৩-১ গোলে হারিয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। রোববার চেলসির মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলার দল।















মন্তব্য করুন: