আর্সেনালের জয়ের রাতে চেলসির হোচঁট

১৮ সেপ্টেম্বর ২০২৩

আর্সেনালের জয়ের রাতে চেলসির হোচঁট

রোববার গুডিসন পার্কে গাব্রিয়েল মার্তিনেলির দুর্দান্ত এক শটে প্রথমার্ধেই এগিয়ে থাকতে পারত আর্সেনাল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটিকে বাতিল বলে ঘোষণা করে।

তবে গানারদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি স্বাগতিকরা। ৬৯তম মিনিটে বুকায়ো সাকার বাড়িয়ে দেয়া বল থেকে বদলি হিসেবে নামা বেলজিয়ামের মিডফিল্ডার ত্রোসারের জোরালো এক শটে জয় পায় মিকেল আর্তেতার দল।

এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে আর্সেনাল। অন্যদিকে এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া এভারটন এক পয়েন্ট নিয়ে আছে তালিকার ১৮ নম্বরে।

দিনের আরেক ম্যাচে বোর্নমাউথের মাঠে প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেদের নিষ্প্রভ যাত্রা অব্যাহত রেখেছে মৌসুমের দলবদলে বিপুল খরচ করা চেলসি।

আসরের পাঁচ ম্যাচে কেবল একটিতেই জিতেছে মাউরিসিয়ো পচেত্তিনোর দল। পাঁচ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ১৪ নম্বরে।

শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে তালিকার শীর্ষে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে একই ব্যবধানে হারানো লিভারপুল ১৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারানো টটনাম হটস্পার আছে তালিকার দুইয়ে। তবে ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট টেবিলের ১২ নম্বরে রয়েছে।

মন্তব্য করুন: