আর্জেন্টিনায় মেসি-ম্যানিয়া!

৫ ফেব্রুয়ারি ২০২৩

আর্জেন্টিনায় মেসি-ম্যানিয়া!

গোটা ফুটবল বিশ্ব লিওনেল মেসিতে বুঁদ, তবে আর্জেন্টিনায় নাকি ততটা সমাদৃত নন মেসি। কারণ হিসেবে বলা হতো, মেসি যতটা ক্লাব ফুটবলে নিজেকে উজাড় করে দেন, ততটা পাওয়া যায় না আর্জেন্টিনা দলে। কিন্তু এখন? ‘মেসি মেসি’ চিৎকারে উৎসবে মাতোয়ারা লাতিন দেশটি। সেটা এতটাই যে, দেশটিতে নবজাতকের নাম মেসির নামে রাখার হিড়িক!

বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। শেষ হয়েছে ৩৬ বছরের অপেক্ষা। মেসির হাত ধরেই আবার ফুটবলস্বর্গে লাতিন দেশটি। তা সর্বজয়ী মেসিকে ঘিরে উৎসব তো হবেই। বিশ্বকাপ জয়ের প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও মেসিতে বুঁদ আর্জেন্টিনা। সেই প্রকাশটা এখন হচ্ছে একটু অন্যভাবে।

গত ডিসেম্বরে জন্ম নেওয়া প্রতি ৭০ জন নবজাতকের একজনকে মেসির নামে নিবন্ধন করা হয়েছে।  ছবি: সংগৃহীতবাবা-মায়ের কাছে সন্তানের চেয়ে বড় কিছু নেই। সদ্যজাত সেই সন্তানের নামটাই তাঁরা রাখছেন মেসির নামে। সাতবারের ব্যালন ডি’অর জয়ীর জন্মস্থান সান্তা ফে প্রদেশের সিভিল রেজিস্ট্রি বলছে, গত ডিসেম্বরে জন্ম নেওয়া প্রতি ৭০ জন নবজাতকের একজনকে মেসির নামে নিবন্ধন করা হয়েছে। ছেলে হলে লিওনেল, মেয়ে হলে লিওনেলা।

তাতে নবজাতকের নাম মেসির নামে করার হার বেড়েছে ৭০০ শতাংশ। সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ছয়জন নবজাতকের নাম রাখা হয়েছিল মেসির নামে। অক্টোবর ও নভেম্বরে বেড়ে হয় ৩২। আর গত ৩০ দিনে সেটি পৌঁছে গেছে ৪৯ জনে।

হুলিয়ানের নামেও সন্তানের নাম রাখছেন আর্জেন্টাইন বাবা-মা।  ছবি: সংগৃহীতবিশ্বকাপজয়ী আরও কয়েকজন খেলোয়াড়ের নামেও নবজাতকের নাম নিবন্ধন করেছেন তাদের বাবা-মা। হুলিয়ান ও এমিলিয়ানো অন্যতম। তবে মেসির নামে নিবন্ধনের আবেদন সবচেয়ে বেশি আসার বিষয়টি নিশ্চিত করেছেন সান্তা ফে প্রদেশের সিভিল রেজিস্ট্রির এক কর্মকর্তা। এখন প্রশ্ন আসতে পারে, লিওনেল কিংবা লিওনেলা রাখার ক্ষেত্রে যে মেসিকেই বোঝানো হচ্ছে, সেটির প্রমাণ কোথায়? আর্জেন্টিনার অনেকের নামই তো লিওনেল!

এখানে নামের বানানই মেসির ‘লিওনেল’-কে বোঝাচ্ছে। আর্জেন্টিনায় লিওনেল নামটা কমন-ই বলা যায়। তবে ইংরেজীতে বানানটা হলো ‘leonel'। অন্যদিকে মেসির ‘লিওনেল’-এর বানান হলো ‘lionel'। মেসির মা সেলিয়া কুচিত্তিনি আমেরিকান সংগীতশিল্পী লিওনেল রিচির নামে নামকরণ করেছিলেন ছেলের।

পেলের নামে এখনও সন্তানের নাম রাখেন বাবা-মায়েরা।  ছবি: সংগৃহীততবে হ্যাঁ, কোনও তারকার নামে সন্তানের নামকরণের এই ধারা নতুন নয়। যুগে যুগে হয়ে আসছে। দিনকয়েক আগে পৃথিবী ছেড়ে যাওয়া পেলের নামে এখনও সন্তানের নাম রাখেন বাবা-মায়েরা। কয়েকদিন আগেই এক প্রতিবেদন জানা গেছে, ২০২২ সালে পেরুতে ৭৩৮ জন নবজাতকের নাম রাখা হয়েছে পেলের নামে।

‘লিওনেল’ নামের শিশুর সংখ্যাও হয়তো আরও বাড়বে। তবে আর্জেন্টিনায় যে হারে বাড়ছে, তাতে একটা বিষয় পরিষ্কার- নিজ দেশে এখন পুরোপুরি সমাদৃত লিওনেল মেসি!

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add