মাদ্রিদ সবসময় ক্ষুধার্ত, আমরাও শক্তিশালী: বার্সা কোচ

১৩ জানুয়ারি ২০২৪

মাদ্রিদ সবসময় ক্ষুধার্ত, আমরাও শক্তিশালী: বার্সা কোচ

মেসি-রোনালদোর মতো তারকা নেই, কিন্তু এখনও ফুটবলপ্রেমীদের মনে দোলা দিয়ে যায় এল ক্লাসিকো। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। শক্তিতে পিছিয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার ব্যাপারে দারুণ আশাবাদী বার্সা কোচ শাভি এর্নান্দেস।

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে স্রেফ একটি ম্যাচ হেরেছে রিয়াল। অন্যদিকে লা লিগার শিরোপাধারী বার্সেলোনা তো ছোটখাট দলের কাছেও হেরে যাচ্ছে। লা লিগার টেবিলে রিয়াল তাদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে। তাই রিয়ালকে টক্কর দেওয়া এই মুহূর্তে বার্সার জন্য কঠিনতম কাজ। তবু হাল ছাড়তে রাজি নন শাভি। সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে শাভির কণ্ঠে ঝরে পড়ল আত্মবিশ্বাস।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, “আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করব। সেইসঙ্গে আমাদের মানসিক দৃঢ়তা দেখানোর এবং নিজেদের ধরন অনুযায়ী খেলার চেষ্টা করব। আমরা রিয়াল মাদ্রিদের থেকে একটু পিছিয়ে থেকে এখানে এসেছি, কিন্তু বল যখন মাঠে গড়াবে, তখন কোনো ফেভারিট থাকবে না। মাদ্রিদ সবসময় ক্ষুধার্ত, তবে বার্সার এই দলটিও শক্তিশালী। আমরা আদর্শ একটি মঞ্চে আছি, যা অনুপ্রেরণাদায়ী। আমরা সবকিছু উজাড় করে দেব।”

মন্তব্য করুন: