ধর্ষণের অপরাধে দানি আলভেসের সাড়ে ৪ বছর কারাদণ্ড
২২ ফেব্রুয়ারি ২০২৪
অপকর্ম করে রেহাই পেলেন না ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেস। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত বৃহস্পতিবার তাকে সাড়ে ৪ বছরের কারাদন্ড দিয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি আলভেসের বিচার শেষ হয়েছিল। এবার এলো রায়। বার্সেলোনার আদালত রায়ে বলেছেন, “ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”
২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার 'সাটন' নামে একটি পানশালার ভিআইপি সেকশনের বাথরুমে আলভেস একজন তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। সেই তরুণী পুলিশে অভিযোগ করার তিন সপ্তাহ পর আলভেসকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই তিনি জেলে আছেন
স্পেনের কৌসুলিরা অভিযোগ করেন যে, সেই রাতে আলভেস এবং তার বন্ধু ব্রুনো ব্রাসিল তিনজন তরুণীর জন্য শ্যাম্পেন কিনেছিলেন। সেই তিন তরুণীর মধ্যে একজনকে আলভেস তার সঙ্গে অন্যদিকে যেতে বলেন। আলভেসের কথায় রাজি হয়ে মেয়েটি তার সঙ্গে যান। সেখানে যে একটি বাথরুম আছে, সেটা মেয়েটির জানা ছিল না। বাথরুমে ঢুকতেই আলভেস দেখান তার হিংস্র রূপ। মেয়েটি বারবার চলে যেতে চাইলেও আলভেস তাকে শারীরিক নির্যাতন এবং ধর্ষণ করেন।
অবশ্য শুরু থেকেই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছিলেন আলভেস। এক টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এই তরুণীকে চেনেন না। তবে পরবর্তী সময়ে তিনি স্বীকার করতে বাধ্য হন যে, ওই তরুণীর সঙ্গে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। একইসঙ্গে জানান যে, স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে- এমন শঙ্কায় তিনি শুরুতে মিথ্যা বলেছিলেন। আলভেসের দাবি ছিল, সেই তরুণী স্বেচ্ছায় তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।















মন্তব্য করুন: