ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১০ মার্চ ২০২৪

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

গত মাসেই অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে কী কাণ্ডটাই না হলো। শেষ পর্যন্ত বাংলাদেশ আর ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এবার অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে কোনো সুযোগই দিল না বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে ৩২ গোলের জয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন : দেশকে চ্যাম্পিয়ন করে টুর্নামেন্টের সেরা গোলকিপার ইয়ারজান

নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে রোববার অনুষ্ঠিত ফাইনালের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে গিয়েছিল ভারত। শুরুতেই গোল খেয়ে হতভম্ব ব্যাপারটি কাটাতে খানিকাটা বেশি সময়ই নিয়ে ফেলে বাংলাদেশের মেয়েরা। ফাইনালের চাপেই হয়থো প্রধমার্ধে অনেকটাই নিষ্প্রভ ছিলেন সুরভী আকন্দ, থুইনুই মারমারা।

দ্বিতীয়ার্ধে ঠিকই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ম্যাচের ৭১তম মিনিটে ম্যাচে সমতা ফেরান মরিয়ম। খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউটে ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম। ৩-২ গোলে জিতে শিরোপা-উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add