‘ভবিষ্যতে রিয়ালের কোচ হবেন আলোনসো’

১৭ এপ্রিল ২০২৪

‘ভবিষ্যতে রিয়ালের কোচ হবেন আলোনসো’

জার্মান বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়েছেন শাবি আলোনসো সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারের কোচিংয়ে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছে বায়ার লেভারকুজেন প্রথমবারের মতো কোনো ক্লাবের মূল দলের দায়িত্ব নিয়েই অবিশ্বাস্য সাফল্য পেয়ে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে আলোচিত নাম আলোনসো  

জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার পথে চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোয় এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল আলোনসোর লেভারকুজেন সব প্রতিযোগিতামূলক আসরে রেকর্ড ৪৩ ম্যাচে তাদের কেউ হারাতে পারেনি সম্ভাবনা আছে জার্মান কাপ ইউরোপার শিরোপা জিতে ট্রেবল জয়েরও

এই সবকিছুই সম্ভব হয়েছে কেবল আলোনসোর কোচিং দর্শনের কারণেই ফলে স্বাভাবিকভাবেই এই স্প্যানিশকে কোচ হিসেবে ইউরোপের বড় দলগুলো উঠে পড়ে লেগেছ তার সাবেক দুই ক্লাব লিভারপুল বায়ার্নের সঙ্গে এই তালিকায় আছে বার্সেলোনার নামও তবে আলোনসোর ভবিষ্যৎ গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদকেই দেখছেন লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কাররো

দলের শিরোপা জয়ের পর স্প্যানিশ রেডিও কাদেনা এসইআরকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোনসোর ভবিষ্যৎ নিয়ে আলাপকালে তিনি বলেন, আমার কোনো সন্দেহই নেই। ভবিষ্যতে শাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হবেন। এই বিষয়ে একদমই কোনো সন্দেহ নেই। আমি জানি না এটা কবে হবে। তবে সে নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদে যাবে।

কয়েকদিন আগে আগামী মৌসুমও লেভারকুজেনে থাকার কথা নিশ্চিত করেন আলোনসো আর এতেই নতুন কোচে হিসেবে তাকে পাওয়ার আশা শেষ হয়ে যায় ইউরোপের শীর্ষ তিন লিগের শীর্ষ তিন ক্লাবেরতবে রিয়ালের ডাগআউটে যাওয়ার আগে আলোনসো লিভারপুল অথবা বায়ার্নের কোচ হতে পারেন বলেও মনে করেন লেভারকুজেনের প্রধান নির্বাহী।

রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে তার লিভারপুল অথবা বায়ার্নের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও আছে।

গত বছরের শেষ দিকে কার্লো আনচেলত্তির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছে রিয়াল। ফলে, সাবেক ক্লাবে কোচ হিসেবে ফিরতে আরও বছর দুয়েক অপেক্ষা করতে হতে পারে আলোনসোকে।  

মন্তব্য করুন: