এফএ কাপের সেমি-ফাইনালে হলান্দের খেলা নিয়ে শঙ্কা

২০ এপ্রিল ২০২৪

এফএ কাপের সেমি-ফাইনালে হলান্দের খেলা নিয়ে শঙ্কা

আর্লিং হলান্দের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে একদমই খুঁজে পাওয়া যায়নি ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে। ফলে শেষ চারের লড়াইয়ের আগেই বর্তমান চ্যাম্পিয়নদের আসর থেকে বিদায় নিতে হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন, দ্বিতীয় লেগের ম্যাচে হালকা চোট পেয়েছেন হলান্দ। এবার সেই চোটের কারণে এফএ কাপের সেমি-ফাইনালে নরওয়েজিয়ান এই তারকার খেলা নিয়ে শঙ্কা কথা জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা। 

শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার অভিযানে চেলসির মুখোমুখি হবে সিটি। বড় দলগুলোর বিপক্ষে প্রায়ই নিষ্প্রভ থাকা হলান্দকে খুব একটা কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি চেলসির রক্ষণভাগ। লন্ডনের ক্লাবটির বিপক্ষে এখন পর্যন্ত ৪ ম্যাচে এই স্ট্রাইকারের গোল ২টি ও অ্যাসিস্ট ১টি।

গত বুধবার ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে নির্ধারিত সময়ের পর হলান্দকে তুলে নেন গুয়ার্দিওলা। এরপর অতিরিক্ত সময়ে তুলে নেন ম্যাচে সিটির হয়ে গোল দেওয়া কেভিন ডি ব্রুইনাকেও। তবে চেলসির বিপক্ষে ম্যাচে বেলজিয়ান এই তারকাকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও হলান্দের ব্যাপারে এখনও অনিশ্চিত সিটি কোচ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হলান্দের চোটের বিষয়টি নিশ্চিত করে গুয়ার্দিওলা বলেন, “কেভিন (ডি ব্রুইনা) ঠিক আছে। পাঁচ মাস পর চোট থেকে ফিরে লম্বা সময় খেলায় সে কিছুটা ক্লান্ত ছিল। আর্লিংয়ের (হলান্দ) ব্যাপারটা দেখতে হবে। ওর হালকা চোট আছে একটু সমস্যা আছে। সে কতটা ভালো অনুভব করছে, আগামী কয়েক ঘণ্টা আমরা তা পর্যবেক্ষণ করব।

হলান্দের চোটের ধরণ নিয়ে সিটি কোচ বলেন, “(রিয়ালের বিপক্ষে) ম্যাচটা খুব কঠিন ছিল। দুই দলই ১২০ মিনিট তীব্র লড়াই করেছে। আর্লিং মাংসপেশিতে টান অনুভব করেছে। এ কারণেই সে আমাকে বলেছিল, ‘আমি আর খেলা চালিয়ে যেতে পারব না। যাই হোক, আমরা আগামীকাল (শনিবার) ওর পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

ইংলিশ প্রিমিয়ার লিগে এই দুই দলের সবশেষ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। 

মন্তব্য করুন: