ডর্টমুন্ডকে উড়িয়ে সেমির দুয়ারে বার্সা, একই পথে পিএসজি
১০ এপ্রিল ২০২৫

জোড়া গোল করলেন রবের্ট লেভানডফস্কি। স্কোরশিটে নাম তুললেন রাফিনিয়া ও লামিনে ইয়ামালও। আর এতেই বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে প্রায় এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। অন্যদিকে এমিলিয়ানো মার্তিনেসের অ্যাস্টন ভিলাকে হারিয়ে শেষ চারের পথে এগিয়ে গেছে পিএসজি।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা।
একপেশে ম্যাচে ২৫তম মিনিটে গোল উৎসবের শুরুটা করেন রাফিনিয়া। তবে এক্ষেত্রে বড় অবদান পাউ কুবার্সির। স্প্যানিশ এই ডিফেন্ডারের শট জালের দিকেই যাচ্ছিল। কিন্তু সহজাত প্রতিক্রিয়ায় এগুতে থাকা রাফিনিয়ার পা স্পর্শ করে বল জালে জড়ায়। চলতি আসরে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের এটি ১২তম গোল। ৩৪তম মিনিটে আরেকটি সুযোগ পেলেও ঠিক মতো শট নিতে না পারায় ব্যর্থ হন তিনি।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে নিজের প্রথম গোল করেন লেভানডফস্কি। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড থেকে হেড দিয়ে বল জালে চড়ান এই পোলিশ স্ট্রাইকার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি আসরে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের গোল সংখ্যা এখন ১১টি।
পাল্টা আক্রমণে ৭৭তম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল থেকে দলের ব্যবধান আরও বাড়ান ইয়ামাল। সেমি-ফাইনাল নিশ্চিত করতে আগামী মঙ্গলবার ডর্টমুন্ডের মাঠে ফিরতি লেগে মাঠে নামবে বার্সেলোনা।
অন্য ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারায় পিএসজি। শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা স্বাগতিকদের কঠিন পরীক্ষার মুখে পড়েন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেস। কিন্তু ৩৫তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ম্যাচের প্রথম গোলের দেখা পায় ভিলা।
সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি পিএসজি। মিনিট চারেক পর বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ে। বিরতির পর ভিলার রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ৪৯তম মিনিটে তাদের এগিয়ে দেন জর্জিয়ার ফরোয়ার্ড খাভিচা কাভারাৎস্খেলিয়া। এরপর আক্রমণাত্মক ফুটবল খেললেও মার্তিনেসের বাধা পেরুতে পারেনি তারা।
তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেই বাধা পেরিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।
পুরো ম্যাচে ৭৬ শতাংশ বল দখলে রাখা লুইস এনরিকের শিষ্যরা গোলের জন্য শট নেয় ২৯টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে কেবল ৭টি শট নেওয়া ভিলার লক্ষ্যে থাকে দুটি।
আগামী মঙ্গলবার ভিলার মাঠে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: