রিয়ালের দায়িত্ব নিতে চাইলে আলোনসোকে আটকাবে না লেভারকুজেন

২২ এপ্রিল ২০২৫

রিয়ালের দায়িত্ব নিতে চাইলে আলোনসোকে আটকাবে না লেভারকুজেন

রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বর্তমানে বায়ার লেভারকুজেনের দায়িত্বে থাকা শাবি আলোনসোকে। স্প্যানিশ ক্লাবটি থেকে বিষয়ে কোনো প্রস্তাব পেলে তাকে আটকে রাখা হবে না বলে জানিয়েছেন জার্মান ক্লাবটির প্রধান নির্বাহী। বিষয়ে আলোনসোর সঙ্গে সৌজন্যমূলক সমঝোতা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেভারকুজেন প্রধান নির্বাহী ফের্নান্দো কাররো বলেন, “আমাদের মধ্যে এমন এক সমঝোতা রয়েছে, যেখানে তিনি (আলোনসো) যদি তার খেলা সাবেক কোনো ক্লাবের প্রস্তাব পান, তাহলে আমরা বসে আলোচনা করবো এবং তার পথে কোনো বাধা দেব না।” 

৪৩ বছর বয়সী আলোনসো ক্লাব ক্যারিয়ারে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলেছেন। তবে এর মধ্যে তার রিয়ালের কোচ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে সময়টা একদমই ভালো যাচ্ছে না রিয়ালের। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বাজেভাবে হেরে বিদায়ের পর গুঞ্জন উঠেছে, মৌসুম শেষে দলটির দায়িত্ব ছাড়তে পারেন তিনি। এরপর ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে পারেন। আর তাতেই রিয়ালের পরবর্তী কোচের আলোচনায় উঠে এসেছে আলোনসোর নাম। 

২০২৬ সালের জুন পর্যন্ত লেভারকুজেনের সঙ্গে চুক্তিতে থাকা আলোনসো ইতোমধ্যে জার্মান ক্লাবটিকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বুন্ডেসলিগার শিরোপা এনে দিয়েছেন। সেই সঙ্গে জিতেছেন জার্মান কাপ ডিএফবি সুপারকাপও। 

লেভারকুজেন প্রধান নির্বাহী বলেন, “গত বছর গুরুত্বপূর্ণ কিছু ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন আলোনসো। কিন্তু তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি লেভারকুজেনেই থাকবেন। এখনও মৌসুম চলছে, তাই নিয়ে এখনই কথা বলাটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে যা হওয়ার তা হতে পারে। তাই নিজেদের সিদ্ধান্তের জন্য আমরা সময় নিচ্ছি।এটা ছাড়া আর কিছু বলার নেই।” 

রিয়ালের সঙ্গে লেভারকুজেনের সম্পর্ক দুর্দান্ত বলে উল্লেখ করে কাররো জানান, মাদ্রিদের ক্লাবটি থেকে আলোনসোর বিষয়ে এখনও তারা কোনো প্রস্তাব পাননি।

আমরা অবুঝ নই। তবে কোচের ভূমিকা একটা ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পরের মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি আলোনসোকে নিয়েই।” 

মন্তব্য করুন: