চোট কাটিয়ে সিটির অনুশীলনে রদ্রি-হলান্দ
২ মে ২০২৫

মৌসুম শেষ হওয়ার আগেই দলের অন্যতম দুই তারকাকে নিয়ে সুসংবাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘ সাত মাস পর দলের অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার রদ্রি। অন্যদিকে এক মাস পর অনুশীলনে যোগ দিয়েছেন স্ট্রাইকার আর্লিং হলান্দও।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রদ্রি ও হলান্দের অনুশীলনে ফেরার কথা জানান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তবে চলতি মৌসুমে মাঠে নামার সম্ভাবনা বেশ কম ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রির।
শুক্রবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বলেন, “যখন ফিজিও ও ডাক্তাররা বলবে রদ্রি খেলতে পারবে, তখনই সে মাঠে নামবে। এটা কঠিন একটা ইনজুরি ছিল। ডাক্তাররা বলেছিল সাত থেকে এগারো মাস সময় লাগতে পারে। প্রতিদিনই ওর ফিটনেস উন্নতি হচ্ছে। তবে আমরা ধীরে এগোচ্ছি যেন সে আবার চোট না পায়।”
গত সেপ্টেম্বরে এসিএলের অস্ত্রোপচার করতে হয় রদ্রিকে। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের অনুপস্থিতিকে সিটির টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের অভিযানে বড় ধাক্কা হিসেবে দেখেন অনেকেই।
অন্যদিকে গত মার্চের শেষের দিকে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে গোড়ালির চোটে পড়েছিলেন হলান্দ। এরপর থেকে নরওয়েজিয়ান এই গোল মেশিন পাঁচটি লিগ ম্যাচ এবং এফএ কাপের সেমি-ফাইনালে খেলতে পারেননি। তবে অনুশীলনে ফিরলেও শুক্রবারের ম্যাচে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের খেলার সম্ভাবনা নেই বলে জানান গুয়ার্দিওলা।
বর্তমানে লিগে ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে সিটি। আগামী চ্যাম্পিয়নস লিগে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচটি দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে। ইউরোপ ক্লাব সেরার আসরে সুযোগ করে নেওয়ার লড়াইয়ে সিটির সঙ্গে আরও ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
মন্তব্য করুন: