মৌসুম শেষে লেভারকুজেন ছাড়তে পারেন আলোনসো

মৌসুম শেষে লেভারকুজেন ছাড়তে পারেন আলোনসো

কার্লো আনচেলত্তি দায়িত্ব ছাড়লে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে শাবি আলোনসোর নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। মৌসুম শেষে সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার বায়ার লেভারকুজেনের দায়িত্ব ছাড়তে চলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আলোনসোর অধীনে গত মৌসুমে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্ডেসলিগার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল লেভারকুজেন। নিজেদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা ছাড়াও দলটি জিতেছিল জার্মান কাপের শিরোপা। তবে চলতি মৌসুমে বায়ার্নের কাছে লিগ শিরোপা হারিয়েছে তারা। তালিকার দুই নম্বরে থেকে লিগ শেষ করতে যাচ্ছে দলটি।

স্থানীয় গণমাধ্যম ও লেভারকুজেনের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ক্লাবটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা আলোনসোসহ দলের গুরুত্বপূর্ণ সদস্য – অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ, ডিফেন্ডার জনাথন টাহ ও স্ট্রাইকার প্যাট্রিক শিকের সঙ্গে ক্লাব ছাড়ার সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছেন।

চলতি মৌসুমে লেভারকুজেনের হয়ে ১০টি গোলের পাশাপাশি সমান সংখ্যক গোলে অবদান রাখা ভির্টজ পরবর্তী গন্তব্য হিসেবে বায়ার্নে পাড়ি জমাতে পারেন। ২২ বছর বয়সী তরুণ এই জার্মান তারকাকে বিক্রি করে ১০ কোটি ইউরোর মতো আয় করার কথা ভাবছে লেভারকুজেন।

অন্যদিকে জার্মান ক্লাবটিতে আরেকটি মৌসুম থাকতে চান না আলোনসো। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের মতে, মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের উত্তরসূরি হিসেবে স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব দেওয়া হবে আলোনসোকে।

রিয়ালের সাবেক এই মিডফিল্ডার মাদ্রিদে ফিরতে চাইলে তাকে কোনো বাধা দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিলেন লেভারকুজেনের প্রধান নির্বাহী।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add