ইউরোপা জিতে খারাপ সময় কাটিয়ে উঠতে চান ম্যান ইউ কোচ

ইউরোপা জিতে খারাপ সময় কাটিয়ে উঠতে চান ম্যান ইউ কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করা ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে দুর্দান্ত ছন্দে থেকে ফাইনালে উঠেছে। ইউরোপিয়ান আসরের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিতে নিজেদের খারাপ সময়কে পেছনে ফেলতে চাইছেন কোচ রুবেন আমুরি।

বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আথলেতিক বিলবাওকে ৪-১ গোলে হারায় ইউনাইটেড। গত সপ্তাহে প্রথম লেগে ৩-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে ওঠে আমুরির দল।

প্রথমার্ধে গোল হজম করা ইউনাইটেড ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল। এরপরই ৭২তম মিনিটে দলকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা মেসন মাউন্ট। এর মিনিট সাতেকের মাথায় আরেকটি গোল করেন কাসেমিরো। ছয় মিনিট পর তৃতীয় গোলটি করেন রাসমুস হয়লুন। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে বড় জয় এনে দেন মাউন্ট। 

চলতি মৌসুমে ইউরোপিয়ান আসরগুলোতে এখন পর্যন্ত পরাজয়ের মুখ দেখেনি প্রিমিয়ার লিগে বর্তমানে ১৫ নম্বরে থাকা ইউনাইটেড। ইউরোপা লিগের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে কেবল চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়া নয়, বরং ভয়াবহ ও ঘরোয়া মৌসুমের পর আত্মবিশ্বাস ফিরিয়ে আনার সুযোগ হিসেবে দেখছেন আমুরি।

টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এমনকি কোচ হিসেবে শিরোপা জেতাও না। সবচেয়ে বড় বিষয় হলো সেই অনুভূতি যে, আমরা কিছু ভালো করতে পারি। আমরা আমাদের ভক্তদের কিছু দিতে পারি, বিশেষ করে এই ধরনের মৌসুমে। তাই এটা কেবল আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা না, বরং এই বিশ্বাসটাও যে আমরা পরিবর্তন আনতে পারি। আমি এখনই ফাইনাল নিয়ে চিন্তায় আছি। যদি আমরা জিততে না পারি, তাহলে এর কোনো মানে থাকবে না।

প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার ইউনাইটেড এখন পর্যন্ত ১৫ ম্যাচে হেরেছে তারা, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে তাদের সর্বোচ্চ। নিজেদের ইতিহাসের সর্বনিম্ন পয়েন্ট ও সবচেয়ে কম জয় নিয়ে লিগ শেষ করার পথে আছে দলটি।

৪০ বছর বয়সী এই কোচ আগেও পর্তুগালে কয়েকটি শিরোপা জিতেছেন। কিন্তু টটনাম হটস্পারের বিপক্ষে আগামী ২১ মের ফাইনালটিকে ইউনাইটেডের কোচ হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন তিনি।

প্রতিটি কোচই বলবে, সামনে যেটা আসছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই শিরোপা বিশাল কিছু হবে, বিশেষ করে এই মৌসুমে প্রিমিয়ার লিগে আমাদের যে অবস্থা ছিল। দুই দলই ফাইনালে কেবল শিরোপা জয়ের মনোভাব নিয়ে খেলবে। দুই কোচের অবস্থাও প্রায় একই, দুজনই লড়াই করে যাচ্ছি।”

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add