রিয়ালের কোচ হতে যাওয়ার গুঞ্জনের মাঝেই লেভারকুজেন ছাড়ছেন আলোনসো
৯ মে ২০২৫

কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদের কোচ হতে যাওয়ার জোর গুঞ্জন রয়েছে। এরই মাঝে চলতি মৌসুম শেষে বায়ার লেভারকুজেনের কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।
শুক্রবার সাংবাদিকদের জার্মান ক্লাবটির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন আলোনসো নিজেই। লেভারকুজেনের দায়িত্ব ছাড়ার এটিই সঠিক সময় বলে জানান তিনি।
২০২২ সালের অক্টোবরে লেভারকুজেনের দায়িত্ব নেওয়া আলোনসোর অধীনে গত মৌসুমে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথম বুন্ডেসলিগার শিরোপা জেতে। দলটি লিগে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটায় কোনো ম্যাচ না হেরেই। এছাড়াও জার্মান কাপ জয়ের পাশাপাশি ইউরোপা লিগের ফাইনালেও খেলে তারা। তবে চলতি মৌসুমের বায়ার্নের কাছে লিগ শিরোপা হারিয়েছে লেভারকুজেন।
ক্লাব ছাড়ার বিষয়ে আলোনসো বলেন, “আমরা আপনাদের এটা জানাতে পারি যে, এই সপ্তাহে ক্লাব এবং আমি একমত হয়েছি যে, আসন্ন দুটি ম্যাচই আমার লেভারকুজেন কোচ হিসেবে শেষ দুটি ম্যাচ হবে। আমরা এই সপ্তাহে কথা বলেছি এবং এখনই ঘোষণা দেওয়ার সঠিক সময়। এটা মিশ্র অনুভূতির সময়।”
লেভারকুজেন তাদের শেষ লিগে তাদের শেষ দুটি ম্যাচ খেলবে বরুশিয়া ডর্টমুন্ড ও মেইনজের বিপক্ষে।
আলোনসোর ভবিষ্যৎ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কথা বলার এটা সময় নয়। কারণ আমরা জানি, রোববার আমরা আমাদের কিছু খেলোয়াড় ও আমার জন্য ভালো একটি বিদায় অনুষ্ঠান চাই।”
স্প্যানিশ গণমাধ্যমগুলোর মতে, চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের জায়গায় রিয়ালের দায়িত্ব দেওয়া হবে দলটির সাবেক মিডফিল্ডার আলোনসোকে।
মন্তব্য করুন: