দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন হলান্দ
১০ মে ২০২৫

চোট কাটিয়ে ছয় সপ্তাহ পর মাঠে ফিরতে প্রস্তুত ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্দ। সাউথহ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে নরওয়েজিয়ান এই গোলমেশিন শুরুর একাদশে থাকতে পারেন বলে জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা।
চলমি মৌসুমে লিগে ২১ গোল করা হলান্দ গোল্ডেন বুট জয়ের দৌড়ে ছিলেন। কিন্তু গত মার্চে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে গোড়ালির চোটে পড়ার কারণে তিনি পিছিয়ে পড়েছেন। বর্তমানে ২৮ গোল নিয়ে মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার ওপরে লিভারপুলের মোহাম্মদ সালাহ। ২৩ গোল নিয়ে পরের স্থানে আছে নিউক্যাসল ইউনাইটেডের আলেসান্দার ইসাক।
লিগে বর্তমানে তিন নম্বরে আছে সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ৩ পয়েন্টে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে তালিকার শীর্ষে পাঁচে থেকে লিগ শেষ করতে হবে গুয়ার্দিওলার শিষ্যদের। লিগে এখনও তিন রাউন্ডের খেলা বাকি আছে।
শনিবার সাউথহ্যাম্পটনের মাঠে খেলতে নামবে সিটি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বলেন, “হলান্দ প্রস্তুত, সে ফিট আছে। সে শুরু করবে কি না, তা আমরা শনিবার সিদ্ধান্ত নেব।”
তবে হলান্দকে নিয়ে সুখবর থাকলেও মিডফিল্ডার রদ্রি এখনও ম্যাচ খেলার জন্য প্রস্তুত নয় বলে জানান সিটি কোচ। গত সেপ্টেম্বর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন ২০২৪ ব্যালন ডি’অর জয়ী রদ্রি।
স্প্যানিশ এই মিডফিল্ডার মাঠ থেকে ছিটকে যাওয়ার পর খেই হারিয়ে ফেলেছিল সিটি। টানা পঞ্চম লিগ শিরোপা জয় থেকেও ছিটকে যায় তারা। একটা সময় আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। তবে সবশেষ চার ম্যাচ জিতে এখন আগামী ইউরোপ ক্লাব সেরার আসর নিশ্চিত করাই গুয়ার্দিওলার লক্ষ্য।
“যখন আপনি চ্যাম্পিয়ন থাকেন না তখন লক্ষ্য থাকে পরের চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফিকেশন নিশ্চিত করা। তিনটি ম্যাচ জিতলেই সেটা হয়ে যাবে। এখন সব কিছু আমাদের হাতে।”
মন্তব্য করুন: