ইউনাইটেডের অপরাজেয় যাত্রা থামিয়ে শিরোপা টটনামের

ইউনাইটেডের অপরাজেয় যাত্রা থামিয়ে শিরোপা টটনামের

চলতি মৌসুমে ইউরোপিয়ান আসরগুলোতে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছে টটনাম হটস্পার। এই জয়ে ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোনো ট্রফি ঘরে তুললো লন্ডনের ক্লাবটি।

বুধবার রাতে বিলবাওয়ে অনুষ্ঠিত ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ১৬ ১৭ নম্বর দলের লড়াইয়ে - গোলে জিতে টটনাম। ম্যাচের ৪২তম মিনিটে গোলটি করেন ব্রেনান জনসন।

ম্যাচে আক্রমণ কিংবা বল দখল, সবকিছুতেই প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়ে ছিল রুবেন আমুরির ইউনাইটেড। প্রায় ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেওয়া দলটি লক্ষ্যে রাখতে পারে ৬টি। অন্যদিকে কেবল ৩টি শট নেওয়া টটনামের লক্ষ্যে ছিল একটি শট।

এর আগে ২০০৭-০৮ মৌসুমে সবশেষ শিরোপা ইংলিশ লিগ কাপ জিতেছিল টটনাম। অন্যদিকে নিজেদের সবশেষ ইউরোপিয়ান ট্রফি জিতেছিল তারা ১৯৮৩-৮৪ মৌসুমে। সেবারও ইউরোপা লিগ জিতেছিল তারা।

সব মিলিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল টটনাম। একই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেল তারা।

অন্যদিকে ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো আগামী মৌসুমে কোনো ইউরোপিয়ান আসরে খেলতে পারবে না ইউনাইটেড।

মন্তব্য করুন: