বরখাস্ত করা হলে ক্ষতিপূরণ চাইবেন না ম্যান ইউ কোচ
২২ মে ২০২৫

টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা লড়াইয়ের মঞ্চে মাঠের পারফরম্যান্সে এগিয়েও ছিল তারা। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। টটনাম হটস্পারের কাছে হেরে কোচ রুবেন আমুরি জানিয়েছেন, ক্লাব যদি তাকে দলের কোচ হিসেবে উপযুক্ত মনে না করে, তাহলে কোনো ক্ষতিপূরণের দাবি ছাড়াই বিদায় নিতে প্রস্তুত তিনি।
বুধবার রাতে বিলবাওয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইউনাইটেডকে ১-০ হারিয়ে শিরোপা জেতে টটনাম।
গত নভেম্বরে ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় আমুরিকে। কিন্তু পর্তুগিজ এই কোচের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে ফিরতে পারেনি দলটি। বর্তমানে তারা আছে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে, যা প্রিমিয়ার লিগ যুগে দলটির সবচেয়ে বাজে অবস্থান। অন্যদিকে ২০১৩-১৪ মৌসুমের পর এবারই প্রথম নতুন মৌসুমে ইউরোপিয়ান কোনো আসরে খেলতে পারবে না ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি।
ইউনাইটেডের সঙ্গে এখনও দুই বছরের চুক্তি বাকি আছে আমুরির। নিয়ম অনুযায়ী তাকে ছাঁটাই করা হলে ক্লাবকে তাকে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে। কিন্তু ছয় মাসের দায়িত্বে লিগে মাত্র ৬ ম্যাচে জয় পাওয়া এই কোচ ফাইনাল শেষে জানান, ক্লাব কর্তৃপক্ষ তাকে রাখতে না চাইলে আপত্তি নেই তার।
“আমি সমর্থকদের দেখানোর মতো কিছু করতে পারিনি, তাই এখন দরকার একটু বিশ্বাস। যদি বোর্ড বা সমর্থকরা মনে করেন আমি সঠিক ব্যক্তি নই, তাহলে আমি ক্ষতিপূরণ নিয়ে কোনো আলোচনা না করে পরের দিনই চলে যাব। তবে আমি নিজে থেকে পদত্যাগ করব না। আমি নিজের কাজে আত্মবিশ্বাসী। আর আমি আমার কাজের পদ্ধতিও বদলাব না।”
ম্যাচের প্রায় ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেওয়া ইউনাইটেড লক্ষ্যে রাখতে পারে ৬টি। অন্যদিকে কেবল ৩টি শট নেওয়া টটনামের লক্ষ্যে ছিল একটি শট। তবে গোল না পেলেও আমুরি মনে করেন, তার দলই ছিল ম্যাচের সেরা।
“আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলব না। এই হারের যন্ত্রণা আগে হজম করতে হবে। এটা স্পষ্ট ছিল যে, আমরাই ভালো খেলেছি, কিন্তু গোল করতে পারিনি। ছেলেরা সবকিছু দিয়ে চেষ্টা করেছে। ভবিষ্যতে গিয়ে বিশ্লেষণ করা যাবে।”
আগামী সোমবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুম শেষ করবে ম্যানচেস্টার ইউনাইটেড।
মন্তব্য করুন: