১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না টটনাম কোচ
২২ মে ২০২৫

যে কোনো ক্লাবে নিজের দ্বিতীয় মৌসুমে শিরোপা জেতানো নিয়ে পরিচিতি আছে অ্যাঞ্জে পোস্তেকোগলুর। এই আত্মবিশ্বাস নিয়ে পুরো মৌসুম জুড়ে হাস্যরসের শিকার হয়েছিলেন টটনাম হটস্পার কোচ। অবশেষে তার হাত ধরেই দীর্ঘ ১৭ বছর কোনো শিরোপা জিতেছে ইংলিশ ক্লাবটি। এর আগে ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকলেও এখন আর তা নিয়ে ভাবছেন না অস্ট্রেলিয়ান এই কোচ।
ইউরোপা লিগের ফাইনালে বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারায় টটনাম। ম্যাচের ৪২তম মিনিটে দলের হয়ে গোলটি করেন ওয়েলসের ফরোয়ার্ড ব্রেনান জনসন।
এই জয়ে ২০০৮ সালে ইংলিশ লিগ কাপের পর প্রথম কোনো ট্রফি জিতল টটনাম। একই সঙ্গে ৪১ বছরের মধ্যে এটি ক্লাবটির প্রথম ইউরোপিয়ান কোনো শিরোপা।
এই শিরোপা জয়ে পোস্তেকোগলুর দ্বিতীয় মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকল। স্কটল্যান্ডের ক্লাব সেলটিককে নিজের দ্বিতীয় মৌসুমে ঘরোয়া ট্রেবল জেতান তিনি। জাপানে ইয়োকোহামা এফ. মারিনোসকে ১৫ বছর পর লিগ শিরোপা, অস্ট্রেলিয়াকে ২০১৫ এএফসি এশিয়ান কাপ এবং ব্রিসবেন রোরকে প্রথমবারের মতো ঘরোয়া ডাবল জেতানোর কৃতিত্ব রয়েছে ৫৯ বছর বয়সী এই কোচের।
তবে টটনামের শিরোপা খরা কাটালেও লন্ডনের ক্লাবটিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, প্রিমিয়ার লিগে ২১ হার এবং শেষ রাউন্ডের আগে তালিকার ১৭তম স্থানে থাকার কারণে ক্লাব কর্তৃপক্ষ তার ভবিষ্যৎ নিয়ে ভাবছে।
ইউরোপা লিগ জেতায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রায় ১০ কোটি পাউন্ডের অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে টটনামের জন্য।
তবে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন পোস্তেকোগলু। ক্লাবের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা আছে কি না জানতে চাওয়া হলে ম্যাচ শেষে তিনি বলেন, “না, কোনো পরিকল্পিত মিটিং নেই। আমি এখনও কোনো আলোচনা করিনি। কেউই আমার সঙ্গে কোনো কথা বলেনি। হয়তো তারা মনে করেছে কিছু বলার দরকার নেই, অথবা এই ম্যাচের অপেক্ষায় ছিল।”
“আমি এখন হোটেল রুমে ফিরে যাব, আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে বসে একটা ভালো সময় কাটাব। শুক্রবার বিশাল প্যারেড, রোববার ব্রাইটনের সঙ্গে গুরুত্বপূর্ণ শেষ হোম ম্যাচ, ওটা ভালোভাবে শেষ করতে চাই। তারপর সোমবার আমি আমার সুন্দর পরিবারের সঙ্গে ছুটিতে যাচ্ছি, কারণ এটা আমার প্রাপ্য।”
মন্তব্য করুন: