ট্রেবল জয় থেকে একধাপ দূরে পিএসজি

ট্রেবল জয় থেকে একধাপ দূরে পিএসজি

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলেই ইতিহাস গড়বে পিএসজি। ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতে ট্রেবল জয় থেকে একধাপ দূরে দাঁড়িয়ে আছে লুইস এনরিকের দল। ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসরের শিরোপা জিততে পারলে ইতিহাসের অংশ হয়ে যাবেন এই স্প্যানিশ কোচও।

শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে রাঁসকে - গোলে হারায় পিএসজি। 

ম্যাচের ১৬তম মিনিটে দলকে এগিয়ে দেন ব্র্যাডলি বারকোলা। এর তিন মিনিট পরই কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি এই তরুণ ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষদিকে আশরাফ হাকিমি বল জালে জড়ালে তিন গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলে গোলের আরও দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।

গত এপ্রিলের শেষ দিকে ফরাসি লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে ফেলে প্যারিসের দলটি। আগামী শনিবার মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচ জিতলে ইতিহাসের একাদশতম দল হিসেবে এক মৌসুমে ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কীর্তি গড়বে ফরাসি ক্লাবটি।

ক্লাবকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারলে ইতিহাসের পাতায় নাম উঠবে এনরিকেরও। দ্বিতীয় কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের কীর্তি গড়বেন তিনি। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে এই কীর্তি গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।

এখন পর্যন্ত কেবল পেপ গুয়ার্দিওলাই কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন। স্প্যানিশ এই কোচের অধীনে ২০০৯ সালে বার্সেলোনা এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি ট্রেবল জয় করে।

মন্তব্য করুন: