কনফারেন্স লিগ জিতে ইতিহাসের পাতায় চেলসি
২৯ মে ২০২৫

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে মাঠে নেমেছিল চেলসি। শিরোপা লড়াইয়ে দারুণ প্রত্যার্বতনে রিয়াল বেতিসকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে তারা। প্রথম দল হিসেবে ইউরোপিয়ান ক্লাব আসরের প্রতিটি টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার কীর্তি গড়েছে ইংলিশ ক্লাবটি।
বুধবার রাতে পোল্যান্ডের ওয়ারশোতে অনুষ্ঠিত ফাইনাল বেতিসকে ৪-১ গোলে হারায় চেলসি।
এই জয়ে ইউরোপিয়ান ক্লাব আসরের প্রথম দুই স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগের পর তৃতীয় স্তরের কনফারেন্স লিগের শিরোপাও জিতেছে তারা। ফলে এই তিনটি শিরোপা জয় করা একমাত্র ক্লাব এখন লন্ডনের দলটি।
এদিন ম্যাচের ৬৫তম মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল এন্টসো মারেস্কার দল। নবম মিনিটে প্রথমে এগিয়ে যায় বেতিস। এরপর আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেসের গোলে সমতায় ফেরে চেলসি। মিনিট পাঁচেক পর দলকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন।
৮৩তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন জ্যাডন চ্যাঞ্চো। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে বল জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন মোইসেস কাইসেদো।
গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফর্ম করায় চ্যাম্পিয়নস লিগের সবশেষ দুই আসরে খেলতে পারেনি চেলসি। তবে এবারের মৌসুমে তারা লিগ শেষ করেছে তালিকার চতুর্থ স্থানে থেকে। ফলে আবারও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে তারা।
মন্তব্য করুন: