মাঠে পিএসজি সমর্থকদের ঢল, স্মারক সংগ্রহের হিড়িক

মাঠে পিএসজি সমর্থকদের ঢল, স্মারক সংগ্রহের হিড়িক

পিএসজি সমর্থকরা বহু বছর ধরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের জন্য অপেক্ষা করছিলেন। সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে শনিবার রাতে যখন এল, হাজারো সমর্থক স্টেডিয়াম ছেড়ে মাঠে নেমে পড়েন। রাতটি চিরস্মরণীয় করে রাখতে অনেকেই গোলপোস্টের জাল কেটে মাঠের অংশ তুলে নিয়ে স্মারক হিসেবে সংগ্রহ করেছেন।

মিউনিখে একতরফা ফাইনালে ইন্টার মিলানকে - গোলে বিধ্বস্ত করে পিএসজি। খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে ধরার পর গোলপোস্টের পেছনে থাকা বিপুল সংখ্যক সমর্থক মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। পুলিশ একটি মানব প্রাচীর তৈরি করে সমর্থকদের পেনাল্টি এলাকার বাইরে ঠেকিয়ে রাখে।

অনেক সমর্থক গোলপোস্টের জাল ছিঁড়ে নেন। কেউ কেউ মাঠের ঘাস উপড়ে তুলে নেন। অনেকেই ট্রফিজয়ী খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করতে ছুটছিলেন।

সমর্থকরাই শুধু নন, ক্লাবের ইতিহাসের শ্রেষ্ঠ রাত স্মারকের মাধ্যমে চিরস্মরণীয় করে রাখতে চেয়েছেন পিএসজির মিডফিল্ডার জোয়াও নেভেসও। তাকে গোলপোস্টের অবশিষ্ট জালের একটি অংশ কাটতে দেখা গেছে।

পুরো ম্যাচজুড়ে এবং ম্যাচ শুরুর আগেই পিএসজি সমর্থকরা গর্জন করে দলকে উৎসাহ দিয়েছেন। শেষ বাঁশি বাজার পর তারা একটি বিশাল ব্যানার উন্মোচন করেন, যেটি কোচ লুইস এনরিকের প্রয়াত কন্যা শানার স্মৃতিতে উৎসর্গ করা হয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯ বছর বয়সে তিনি ২০১৯ সালে মারা যান।

আলিয়াঞ্জ অ্যারেনায় মাঠে সমর্থকদের এই ঢল শান্তিপূর্ণ ছিল। তবে প্যারিসে উদযাপন বন্য রূপ নেয় এবং কিছু এলাকায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ বাধে।

মন্তব্য করুন: