এখনও অর্ধেক কাজ বাকি বাংলাদেশের: বাটলার
২ জুলাই ২০২৫

মেয়েদের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা দুই দলকে ধরাশায়ী করে মূলপর্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। পরের ম্যাচের প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও সতর্ক থাকছেন কোচ পিটার বাটলার। মূলপর্বের টিকিট নিশ্চিত করেই উদযাপন করতে চান তিনি।
বুধবার মায়ানমারের ইয়াঙ্গুনে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের ২-১ গোলে হারায় বাংলাদেশ।
আগের ম্যাচে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে গুড়িয়ে বাছাইপর্বের শুরু করেছিল তারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে বাটলারের দল। আগামী শনিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ পেছনে থাকা তুর্কেমেনিস্তান।
তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে শেষ ম্যাচের আগে শিষ্যদের বিনয়ী থাকার পরামর্শ দিয়েছেন বাটলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ইংলিশ কোচ বলেন, “মায়ানমারের টেকনিক্যালি ভালো ফুটবলার আছে, কিন্তু আমি মনে করি, আমাদের দমাতে গিয়ে তাদের সংগ্রাম করতে হয়েছে, তারা হতাশ হয়ে পড়েছিল। তবে (এই জয়ের পর) সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিনয়ী থাকা, বিনম্র থাকতে হবে আমাদের। কেননা, কাজের অর্ধেক হয়েছে। বাকিটা শেষ করতে হবে।”
“পরের ম্যাচের প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে হবে আমাদের এবং বাহরাইন ও মিয়ানমার ম্যাচের প্রস্তুতি যেভাবে নিয়েছি, তাদের বিপক্ষেও একইভাবে প্রস্তুতি নিতে হবে। এখনও আমাদের অনেক কিছু পাওয়ার বাকি আছে। অনেক কাজ বাকি আছে। সেগুলোর জন্য প্রস্তুত হতে হবে।”
“আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জেতা এবং বাছাই পেরুনো। এখনও এক ম্যাচ বাকি আছে এবং আমি যদি ওই ম্যাচে ভালো ফল পাই, তাহলে নিশ্চিতভাবেই উদযাপন করব।”
তুর্কেমেনিস্তানের সঙ্গে ড্র করলেই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করতে বাংলাদেশ। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার বসবে সেই আসর।
মন্তব্য করুন: