গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুল তারকা দিয়োগো জতার

গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুল তারকা দিয়োগো জতার

স্পেনে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুল পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়োগো জতা। ২৮ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ছোট ভাই আন্দ্রে সিলভা, যিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন।

স্পেনের সামোরা প্রদেশের সেরনাদিয়া অঞ্চলে বুধবার মধ্যরাতের পর দুর্ঘটনাটি ঘটে বলে বিবিসিকে জানায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, একটি ল্যাম্বরগিনি গাড়ি ওভারটেক করার সময় টায়ার বিস্ফোরণে রাস্তা থেকে ছিটকে পড়ে। এটি স্পেনের সামোরা প্রদেশের সেরনাদিয়া মিউনিসিপ্যালিটিতে বুধবার রাত ১২টা ৩০ মিনিটে ঘটে। গাড়িটিতে আগুন ধরে যায় এবং দুই আরোহী নিহত হন।

বিবিসির তরফর থেকে নিহতদের পরিচয় জানতে চাওয়া হলে তারা জতা তার ভাই সিলভার পরিচয় নিশ্চিত করে।

গত ২২ জুন দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জতা। তাদের সংসারে রয়েছে তিনজন সন্তান।

জতা লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলেন। জুনে স্পেনকে হারিয়ে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপাও জেতেন।

জতা তার ভাইয়ের মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, “পর্তুগিজ ফুটবল আজ গভীর শোকের মাঝে রয়েছে। দিয়োগো জতা কেবল দুর্দান্ত এক খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ এক মানুষ। তার সতীর্থ প্রতিপক্ষের কাছেও সমানভাবে শ্রদ্ধা করতেন।

আমরা দুইজন চ্যাম্পিয়নকে হারালাম। দিয়োগো আন্দ্রে সিলভার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।"

২০২০ সালে ওলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন জতা। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন তিনি। পর্তুগালের জার্সিতে ৫০ ম্যাচ খেলে দুইবার জিতেছেন নেশন্স লিগের শিরোপা।

মন্তব্য করুন:

Add