এশিয়ান কাপ নিশ্চিতের পর এবার বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের

এশিয়ান কাপ নিশ্চিতের পর এবার বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ নিশ্চিতের পর এবার ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। তবে এজন্য সবার আগে ঋতুপর্ণা-আফঈদাদের পার করতে হবে এশিয়ান কাপের গ্রুপপর্ব।

বুধবার ইয়াঙ্গুনে এশিয়ান কাপের বাছাইপর্বের ‘সিগ্রুপের ম্যাচে স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এরপর বাহরাইন ও তুর্কেমেনিস্তানের মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। আর এতেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়ার পাশাপাশি মূলপর্বের টিকিট নিশ্চিত হয় পিটার বাটলারের দলের।

২০২৬ সালের ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের ২০তম আসর। ১২ দলের টুর্নামেন্টে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল চলে যাবে কোয়ার্টার-ফাইনালে। এরপর গ্রুপ পর্বে তৃতীয় হওয়া সেরা দুটি দল পাবে শেষ আটের টিকিট।

ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে প্রথমে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। এশিয়া অঞ্চল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ৬টি দল, যার প্রতিটি যাবে এশিয়ান কাপ থেকে।

সেমি-ফাইনালে ওঠা প্রতিটি দল সরাসরি চলে যাবে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে। এরপর কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়া চারটি দল দুটি প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দল পেয়ে যাবে বাকি দুটি টিকিট।

এখান থেকে হেরে যাওয়া দুটি দল খেলবে আন্তমহাদেশীয় প্লে-অফে। মূলপর্বে ওঠার লড়াইয়ে সেখানে তাদের প্রতিপক্ষ হবে আফ্রিকা, উত্তর ও মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি করে এবং ওশেনিয়া ও ইউরোপীয় অঞ্চলের একটি করে দল।

ফলে এশিয়ান কাপের গ্রুপপর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারলে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের একাধিক সুযোগ পাবে বাংলাদেশ।

মন্তব্য করুন: