বন্ধু জতার মৃত্যুতে ভেঙে পড়া নেতোকে খেলতে চাপ দেবে না চেলসি
৪ জুলাই ২০২৫

ঘনিষ্ঠ বন্ধু ও পর্তুগাল জাতীয় দলের সতীর্থ দিয়োগো জতার মৃত্যুতে শোকস্তব্ধ চেলসির পেদ্রো নেতো। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পালমেইরাসের বিপক্ষে এই ফরোয়ার্ড খেলবেন কি না, সেই সিদ্ধান্ত তার উপরই ছেড়ে দিয়েছেন কোচ এনসো মারেস্কা।
স্পেনের সামোরা প্রদেশের সেরনাদিয়া অঞ্চলে বুধবার মধ্যরাতের পর গাড়ি দুর্ঘটনায় ছোট ভাই আন্দ্রে সিলভাসহ প্রাণ হারান জতা। তার বয়স হয়েছিল ২৮ বছর।
জাতীয় দলের পাশাপাশি এক সময় ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে এক সঙ্গে খেলেছিলেন জতা ও নেতো। গত মাসেই স্পেনকে হারিয়ে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছেন তারা।
জতার মৃত্যুর খবর পাওয়ার পর মায়ামিতে বৃহস্পতিবার সকালে চেলসির অনুশীলনে যোগ দেননি নেতো। সংবাদ সম্মেলনে মারেস্কা জানান, পালমেইরাসের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের খেলার বিষয়ে কোনো চাপ নেই।
“পেদ্রো খুবই শোকাহত, বরং বলব ভীষণ ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমরা সবাই তার পাশে আছি। খেলবে কি না, তা পুরোপুরি পেদ্রোর সিদ্ধান্ত। আজ সকালে ওর সঙ্গে কথা বলেছি। আমরা ওকে সমর্থন করছি এবং ও যে সিদ্ধান্তই নেবে সেটাই সঠিক সিদ্ধান্ত। আগামীকাল ও মাঠে নামুক আর না নামুক, আমরা ওকে সমর্থন করব।”
জতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চেলসি কোচ বলেন, “এটা খুবই দুঃখের একটা দিন। এই মুহূর্তে শব্দ খুঁজে পাওয়া কঠিন। এক অদ্ভুত অসহায়ত্ব অনুভব করছি। জতার পরিবারের জন্য ভালোবাসা আর সহানুভূতি ছাড়া কিছু বলার নেই।”
ডিফেন্ডার মার্ক কুকুরেইয়াও কোচের সুরেই নেতোর প্রতি দলের সমর্থনের কথা জানিয়ে বলেন, “সকালটা ওর জন্য খুব খারাপ ছিল। তবে আমরা ওর পাশে থাকার চেষ্টা করেছি। বিকেলের দিকে কিছুটা ভালো লাগছিল ওর। আমি ওকে বলেছি, যদি খেলে, তাহলে সে একটা গোল করবে, কারণ এটা লেখা আছে।”
মন্তব্য করুন: