এশিয়ান কাপে বর্তমান চ্যাম্পিয়ন চীনের গ্রুপে বাংলাদেশ

২৯ জুলাই ২০২৫

এশিয়ান কাপে বর্তমান চ্যাম্পিয়ন চীনের গ্রুপে বাংলাদেশ

প্রথমবারের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপে খেলতে যাওয়া বাংলাদেশ গ্রুপপর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চীনকে। বর্তমান চ্যাম্পিয়নদের ছাড়াও মনিকা-ঋতুপর্ণাদের গ্রুপে আছে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

মঙ্গলবার সিডনিতে অনুষ্ঠিত হয় আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বের ড্র। ১২ দলের টুর্নামেন্টে ‘বি গ্রুপে পড়েছে বাংলাদেশ।

মূলপর্বে জায়গা পাওয়া দলগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনে আছে বাংলাদেশ, ১২৮ নম্বরে। গ্রুপে পিটার বাটলারের দলের সবচেয়ে কাছের প্রতিপক্ষ হলো উজবেকিস্তান। তাদের র‌্যাঙ্কিং ৫১তম। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে আছে উত্তর কোরিয়া। এশিয়ান কাপের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনের অবস্থান ১৭তম।

স্বাগতিক অস্ট্রেলিয়া ‘এ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স ও ইরানকে। ‘সি গ্রুপে ভারতের সঙ্গে আছে জাপান, ভিয়েতনাম, চাইনিজ তাইপে।

মায়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে ‘সি গ্রুপের সবকটি ম্যাচ জিতে চলতি মাসের শুরুতে এশিয়ান কাপের মূল পর্বে ওঠে বাংলাদেশ।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল আসর। তিন গ্রুপ থেকে প্রথম দুটি দল এবং গ্রুপপর্বের তৃতীয় সেরা দুটি দল পাবে নকআউট পর্বে খেলার সুযোগ। টুর্নামেন্টের সেরা ছয়টি দল পাবে ২০২৭ মেয়েদের বিশ্বকাপে খেলার টিকেট।

মন্তব্য করুন: