হ্যামস্ট্রিংয়ের চোটে মেসির ধারাবাহিকতায় ছেদ
৩ আগস্ট ২০২৫

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ছন্দ ও ধারাবাহিকতায় ছিলেন লিওনেল মেসি। গোল করে ও করিয়ে দলের জয়ে অবদান রেখে আসছিলেন তিনি। কিন্তু লিগস কাপে ম্যাচের ১১তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময় রোববার ভোরে ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব নেকাক্সার সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ করে মায়ামি। সবকটি গোল হয়েছে মেসি মাঠ ছাড়ার পর। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে পরের রাউন্ডে উঠেছে মায়ামি।
৩৮ বছর বয়সী মেসি ক্লাব বিশ্বকাপ ও মেজর লিগ সকার (এমএলএস) মিলিয়ে টানা ১৬ ম্যাচে পূর্ণ সময় খেলেছিলেন।
তবে কিছুদিন আগে এমএলএস অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। ফলে সিএফ সিনসিনাটির বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি।
সেই নিষেধাজ্ঞার কাটিয়ে গত বুধবার মাঠে ফিরেই লিগস কাপে মেক্সিকোর আরেক দল আতলাসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি।
মেসির চোটের অবস্থা জানিয়ে মাসচেরানো বলেন, “লিও তার হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল। আগামীকালের আগ পর্যন্ত বোঝা যাবে না চোট কতটা গুরুতর। তবে গুরুতর কিছু নাও হতে পারে। কারণ তার ব্যথা নেই, কিন্তু সে অস্বস্তি বোধ করেছে।”
এমএলএসে ১৮ গোল করে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন মেসি। তবে মায়ামির হয়ে তার এই ধারাবাহিকতা আগে ছিল না তার। ২০২৩ সালে মায়ামিকে লিগস কাপ জেতানোর পর মৌসুমের শেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে খেলতে পেরেছিলেন তিনি।
২০২৪ সালেও একাধিক ছোটখাটো সমস্যায় ভুগেছেন তিনি, যার মধ্যে সবচেয়ে গুরুতর ছিল কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলার সময় পাওয়া পায়ের পেশির চোট। সেই চোট থেকে ফিরে ২০২৪ এমএলএস মৌসুমে তিনি ১৯ ম্যাচ খেলে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে জিতেছিলেন লিগের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব।
মন্তব্য করুন: